এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার মন্ত্রীর শরীরে মিলল করোনা ! জোর আতঙ্ক !

এবার মন্ত্রীর শরীরে মিলল করোনা ! জোর আতঙ্ক !

করোনা ভাইরাস নামটা শুনতে ছোট হলেও, কর্মক্ষেত্রে অনেকটাই বৃহৎ। কখন কার শরীরে কিভাবে প্রবেশ করে কাকে আক্রান্ত করবে, তা কেউ বলতে পারবেন না। এমনকি এই করোনা ভাইরাসের ভয়াবহতা এতটাই যে, এখনও পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার হয়নি। যার ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা ছাড়া কারও কাছে কোনো উপায় নেই। ইতিমধ্যেই ভারতের মধ্যে সবথেকে বেশি করোনা ভাইরাসে বিধ্বস্ত রয়েছে মহারাষ্ট্র।

পুলিশ প্রশাসন থেকে শুরু করে চিকিৎসক, প্রত্যেকের শরীরে তা এখন প্রবেশ করতে শুরু করেছে। আর এবার মহারাষ্ট্রের এক মন্ত্রীর শরীরেও পাওয়া গেল করোনা ভাইরাস। সূত্রের খবর, মহারাষ্ট্রের মন্ত্রী জিতেন্দ্র আওহাদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে এখন সেই রাজ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বস্তুত, মহারাষ্ট্রে যেদিন সবথেকে বেশি করোনা আক্রান্তের খবর সামনে আসে, সেদিনই এই মন্ত্রী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যায়। তবে হঠাৎ করেই যে মহারাষ্ট্র সরকারের এই মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তা নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এর আগে তার একজন সিকিউরিটি গার্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর তারপর থেকেই সেই মন্ত্রী এবং তার পরিবারের সদস্যরা কোয়ারেন্টাইনে। চলে গিয়েছিলেন আর এবার মন্ত্রী জিতেন্দ্র আওহাদের শরীরের করোনা ভাইরাসের লক্ষন দেখা দেওয়ায় তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়ল।

জানা গেছে, বর্তমানে তাকে মুম্বইয়ের মালাদ এলাকার ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মন্ত্রীর শরীরেও এবার করোনা ভাইরাস বাসা বাধায় সকলের মধ্যে তৈরি হয়েছে আশঙ্কা। একাংশের মতে, মন্ত্রীরা নানা নিরাপত্তা নিয়ে থাকেন। কিন্তু তা সত্ত্বেও তাদের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করতে বিন্দুমাত্র সময় নিচ্ছে না। ফলে এবার সচেতন হওয়ার সময় এসেছে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে, ততই করোনা ভাইরাসে বেগতিক পরিস্থিতি হচ্ছে মহারাষ্ট্রের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!