মন্ত্রীর পর এবার ডানা ছাঁটা হল মন্ত্রী ঘনিষ্ঠের, জল্পনা বাড়িয়ে জমা পড়ল পদত্যাগপত্র রাজ্য June 16, 2018 সব দিক বিবেচনা করে স্বাভাবিক ভাবেই মনে হতে পারে যে গ্রহের ফের চলছে এখন কলকাতা পুরসভার মেয়রের। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি পদের পরে এবার পরিবেশ দফতর থেকে ও শোভন চট্টোপাধ্যায়কে অপসারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিষয়ে আগাম আন্দাজ করেই মেয়রের ঘনিষ্ঠ বন্ধু তথা কলেজ শিক্ষক বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন পূর্ব কলকাতা জলাভূমি ব্যবস্থাপনা পর্ষদের গুরুত্বপূর্ণ বোর্ড থেকে পদত্যাগ করলেন। জানা যাচ্ছে তিনি তাঁর পদত্যাগপত্র বর্তমান পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে উল্লেখ্য, ২০১৭ সালের জুলাই মাসে এই পর্ষদের নতুন বোর্ডের বৈঠক হয়েছিল। সেখানে একজন বিশেষজ্ঞ সদস্য হিসেবেই বৈশাখীদেবী স্থান পেয়েছিলেন । পরিবেশ মন্ত্রীর সুপারিশ ও ইচ্ছের ওপর নির্ভর করেই এই বোর্ড গঠন হয়ে থাকে। রাজনৈতিক মহলের মতে পরিবেশ মন্ত্রী শুভেন্দুবাবুর থেকে আভাস পেয়েই বৈশাখীদেবী এই পর্ষদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। যদিও এখনও এই প্রসঙ্গে বৈশাখীদেবী বা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -