এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বড়সড় দুশ্চিন্তার ঘেরাটোপে মন্ত্রী রাজীব ব্যানার্জি, সাংসদ অর্পিতা ঘোষ সমেত একঝাঁক হেভিওয়েট

বড়সড় দুশ্চিন্তার ঘেরাটোপে মন্ত্রী রাজীব ব্যানার্জি, সাংসদ অর্পিতা ঘোষ সমেত একঝাঁক হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস এখন রাজ্যের হেভিওয়েট রাজনীতিবিদদের শরীরেও সংক্রমিত হতে শুরু করেছে। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের এক হেভিওয়েট নেতা। করোনা ভাইরাসের সংক্রমনের ব্যাপারটা এখন স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হলেও, এই যুবনেতা সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ সহ জেলার একঝাঁক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। আর এবার তৃণমূলের সেই যুব নেতার শরীরে করোনা ভাইরাস বাসা বেধেছে বলে খবর পাওয়া যাওয়ায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের অন্দরমহলে।

বস্তুত,গত বৃহস্পতিবার বুনিয়াদপুরে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়‌। যেখানে তৃণমূলের সমস্ত জেলার নেতারা উপস্থিত থাকার পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের এই যুব নেতা উপস্থিত হন। ফলে তৃণমূলের হেভিওয়েট যুবনেতা এখন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সাথে সাথেই সেই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত নেতৃত্বরা কার্যত হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে 12 জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যার মধ্যে রয়েছেন কুসুমন্ডির যুব তৃণমূল নেতা, পঞ্চায়েতের এক কর্মাধ্যক্ষ সহ 6 জন এবং গঙ্গারামপুরের দুজন স্বাস্থ্যকর্মী। যার ফলে বর্তমানে দক্ষিণ দিনাজপুরের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 194 জন। এমতাবস্তায় যখন হু হু করে সংক্রমণ বৃদ্ধি নিয়ে চিন্তায় রয়েছেন সকলে, ঠিক তখনই তৃণমূলের সম্মেলনে সেই যুবনেতার উপস্থিতি এবং পরবর্তীতে তার করোনা রিপোর্ট পজিটিভ চলে আসায় রীতিমত আতঙ্ক গ্রাস করছে জেলা তৃণমূলের নেতৃত্বদের মধ্যে।

জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার সেই কর্মীসভায় উপস্থিত প্রায় 40 জন জেলা নেতাকে এখন হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। যার মধ্যে রয়েছেন জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ, শংকর চক্রবর্তী, বাচ্চু হাসদা সহ অন্যান্যরা। তবে এই অনুষ্ঠানে যেভাবে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং তার সংস্পর্শে সেই করো না পজেটিভ হেভিওয়েট তৃণমূল যুব নেতা এসেছিলেন, তাতে রাজীববাবুর কি হবে? তিনি তো সর্বত্র নানা মিটিং, মিছিল করে বেড়াচ্ছেন!

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভানেত্রী কথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ বলেন, “রাজীববাবুকে বিষয়টি জানিয়ে করোনা পরীক্ষা করিয়ে নিতে বলেছি।বালুরঘাটের প্রশাসনিক ভবনের চত্বরে বুনিয়াদপুরের সভায় উপস্থিত তৃণমূলের জেলা নেতৃত্ব এবং কয়েকজন সাংবাদিকের করোনা পরীক্ষার জন্য লালা রসের নমুনা সংগ্রহ করা হবে।” ওই যুবনেতার সংস্পর্শে আসা আমি এবং অন্যান্য নেতারা হোম কোয়ারেন্টাইনে চলে যাচ্ছি।” সব মিলিয়ে এবার দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূলের যুব নেতা করোনা পজিটিভ হয়ে আক্রান্ত হওয়ায় রীতিমত গোটা তৃণমূল পরিবার চলে যাচ্ছে গৃহ নিভৃতবাসে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!