এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলীয় মন্ত্রীকে তীব্র কটাক্ষ ফিরহাদ হাকিমের, দলীয় কোন্দল প্রকাশ্যে? জোর জল্পনা !

দলীয় মন্ত্রীকে তীব্র কটাক্ষ ফিরহাদ হাকিমের, দলীয় কোন্দল প্রকাশ্যে? জোর জল্পনা !


উমফান নিয়ে আবহাওয়া দফতরের চূড়ান্ত সতর্কতা থাকলেও কলকাতা পুরসভা সেই মতো পরিকল্পনা নেয়নি বলে কলকাতার মেয়র ও প্রশাসক ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় তুলেছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। পুরসভার প্রশাসক তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে কাঠগড়ায় তুলে এদিন মানিকতলার বিধায়ক বলেছিলেন, তিনি বিধায়কদের সঙ্গে কোনও সমন্বয় রেখে চলেননি। বর্ষীয়ান তৃণমূল নেতার বিরুদ্ধে এবার পাল্টা আক্রমণ জানালেন ফিরহাদও।

‘সাধন দা বয়স্ক মানুষ, উনি কি বলছেন জানি না। মন্ত্রী হলেই সুস্থ হতে হবে এমনটা নয়, তাই ওনার কথায় প্রাধান্য দিচ্ছি না”। কার্যত এই ভাষাতেই সাধন পাণ্ডেকে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। এদিন তিনি দলীয় বিধায়ক সাধন পাণ্ডের বিরুদ্ধে পাল্টা আক্রমণ জানিয়ে বলেন যে, ‘সাধনদার যদি কোনও পরামর্শ দেওয়ার ছিল তাহলে তিনি কর্পোরেশনে এলেন না কেন? বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ নেওয়ার সময় নেই। সাথেই বলেন , ‘ঘরে বসে অভিযোগ করা যায়, আমরা রাস্তায় নেমে কাজ করছি। মানুষকে পরিষেবা দেওয়া সবার আগে প্রয়োজন। আমরা রাস্তায় নেমে কাজ করছি বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ করার সময় নেই।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কলকাতার অনেকাংশে এখনও বিদ্যুৎ নেই। তীব্র পানীয় জলের সংকট তৈরি হয়েছে। গাছ উপড়ে পড়ে রয়েছে অনেক জায়গায়। এ নিয়ে নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। তীব্র সংকটে রোগীরা। যেখানে যেখানে বিদ্যুৎ সংযোগ ফিরেছে তার অধিকাংশ অস্থায়ী। যার জেরে বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। এদিক আমফানের এই তান্ডবের আভাস আগে থেকে দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তর থেকে তার পরেও কেন এই অবস্থা এই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওতে শুরু করেছে সাধারণ মনুষের মধ্যে। এবার দলীয় মন্ত্রীর প্রশ্নেই অস্বস্তিতে স্বয়ং মেয়র।

আর সাধন পান্ডের পক্ষ থেকে প্রথমে দুর্যোগ মোকাবিলা নিয়ে পৌরসভার ব্যর্থতার কথা তুলে ধরা এবং তার পাল্টা যেভাবে ফিরহাদ হাকিম সেই সাধন পান্ডেকে কটাক্ষ করলেন, তাতে তৃণমূলের এই দুই হেভিওয়েট মন্ত্রীর লড়াই এখন তৃণমূলকে তীব্র অস্বস্তিতে ফেলবে বলেই মত ওয়াকিবহাল মহলের। যা সামাল দিতে হিমশিম খেতে হতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। তবে এই ঘটনা একদম প্রকাশ্যে চলে আসায় বিরোধীদের পক্ষ থেকে তৃণমূল পরিচালিত পৌরসভার ব্যর্থতা তুলে ধরে শাসক দলকে কটাক্ষ করার রাস্তা অনেকটাই খুলে গেল বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!