এখন পড়ছেন
হোম > রাজ্য > দলের সমস্যা রাস্তায় টেনে নামলে ব্যাবস্থা নেওয়া হবে কড়া হুঁশিয়ারি মন্ত্রীর

দলের সমস্যা রাস্তায় টেনে নামলে ব্যাবস্থা নেওয়া হবে কড়া হুঁশিয়ারি মন্ত্রীর

সোমবার তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা কার্যালয়ে দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও পঞ্চায়েতে নবনির্বাচিত সদস্যদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো। সভায় উপস্থিত ছিলেন সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শুভ্রাংশ রায় ও জ্যোতিপ্রিয় মল্লিক প্রমুখ নেতা সহ আরোও অনেকে। কয়েকদিন আগে উত্তর দমদম পৌরসভায় শাসকদলের সদস্যদের মধ্যে দলীয় বিবাদের কথা জানাজানি হয়। উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান , দলেরই এক গোষ্ঠীর হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। আর এই বিড়ধের ঘটনার মীমাংসা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন সৌগত রায়। এদিনের আলোচনা সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক সতর্কবার্তা জানানো হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বলা হয় যে দলের মধ্যেকার সমস্যার কথা দলের মধ্যেই আলোচনা করতে হবে। দলীয় সদস্যদের মধ্যে দলের সমস্যা নিয়ে যেন পথে ঘাটে কোনো বিবাদ দেখা না যায়। এদিনের পরে যদি আগামী দিনে দলীয় সদস্যদের বিরুদ্ধে এইরকম কোনো অভিযোগ ওঠে জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সেই সব অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বলে জানা যায় । এদিন উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দলীয় সদস্যদের বিবাদের ঘটনা প্রসঙ্গে বললেন, “উত্তর দমদম কাণ্ডে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পৌরসভার ২৬জন কাউন্সিলরকেই আগামীদিনে আত্মপক্ষ সমর্থনের জন্য বৈঠকে ডাকা হবে। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পরামর্শ নিয়ে উত্তর দমদমের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।” এদিকে এত কিছুর পরেও উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যান কল্যাণ কর বললেন, “এই মিটিংয়ে এ বিষয়ে কোনও আলোচনাই হয়নি।” ব্রাত্য বসু বললেন, “পঞ্চায়েত নির্বাচনে রক্তক্ষরণ মোটেই কাম্য ছিল না। আমার জেলায় দলের সবস্তরের নেতা-কর্মীদের সমান গুরুত্ব দেওয়া হয়েছে, এর প্রভাব লোকসভা নির্বাচনেও পড়বে। পঞ্চায়েতের জয়ে আমরা খুশি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!