এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার সংখ্যালঘু ভোটও চুপিসারে গেরুয়া শিবিরে আনা শুরু দিলীপ-মুকুলের

এবার সংখ্যালঘু ভোটও চুপিসারে গেরুয়া শিবিরে আনা শুরু দিলীপ-মুকুলের

আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে প্রতিহত করতে নয়া রণকৌশল নিয়েছে গেরুয়া শিবির। বিজেপি দলের পক্ষ থেকে তৃণমূলের অতি পরিচিত সংখ্যালঘু ভোট-ব্যাঙ্ক আত্মসাৎ করার লক্ষ্য স্থির করা হয়েছে। আর পরিকল্পনা করেই সেই লক্ষ্যে এগোতে চাইছে গেরুয়া শিবিরের রাজ্য নেতারা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, ২১ জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের দিনে মুর্শিদাবাদের রেজিনগর ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি দলের পক্ষ থেকে দুটি জনসভার আয়োজন করা হয়। সেই সভাতেই তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবীর ও আবদুল করিম নামক দল ত্যাগ করে বিজেপি-র সদস্য পদ গ্রহণ করেন। এই ঘটনার মাধ্যমেই তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ভাঙনের সূচনার বার্তা দিল গেরুয়া শিবির।
প্রসঙ্গতঃ একদা তৃণমূলের প্রথম সারির নেতা মুকুল রায় গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরেই সংখ্যালঘু নেতৃত্বকে দলে নেওয়ার ব্যাপারে বিশেষ সক্রিয়তা দেখা যায় বিজেপি-তে। জানা গেছে, মুকুল রায়ের দল বদলের সময়েই তাঁর অনুগামী তৃণমূলের একাধিক সংখ্যালঘু কর্মী তাঁকে অনুসরণ করেই বিজেপি-তে যোগদান করেন। পরবর্তীতে পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান আনিসুর রহমান, তিন তালাক-খ্যাত ইশরাত জাহান ও তাঁর আইনজীবী নাজিয়া ইলাহি প্রমুখ সংখ্যালঘু ধারাবাহিক ভাবে বিজেপি দলে যোগদান করেছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন। ২০১৭ সালে আবদুল করিম তৃণমূল ত্যাগ করে ‘বাংলা বিকাশ কংগ্রেস’ নামে নতুন দল গঠন করেছিলেন। সুতরাং দেখা যাচ্ছে এঁরা কেউই সেই অর্থে দল পরিবর্তনের সময়ে তৃণমূল কংগ্রেস দলের সদস্য পদ প্রত্যাহার করে বিজেপি দলে যোগদান করেছেন এমন নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!