এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রীর দোষে হার! নেতারা দিনে তৃণমূল, রাতে বিজেপি করেন! অনুব্রতর সামনেই বিস্ফোরক অভিযোগ!

মন্ত্রীর দোষে হার! নেতারা দিনে তৃণমূল, রাতে বিজেপি করেন! অনুব্রতর সামনেই বিস্ফোরক অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে এখন বুথভিত্তিক কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে দলের সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু অনুব্রত মণ্ডলের মত নেতার সামনে কখনও উঠছে দুর্নীতির অভিযোগ, আবার কখনও বা গোষ্ঠী কোন্দলের অভিযোগ। যার জেরে বুথভিত্তিক কর্মী সম্মেলনে নেতাকর্মীদের অভিযোগ পেয়ে রীতিমত অস্বস্তিতে পড়ছেন অনুব্রতবাবু।

সূত্রের খবর, রবিবার বীরভূমের মহম্মদবাজারের কাইজুলি মাঠে তৃণমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে চড়িচা, রামপুর, হিংলো, কাপিষ্টা এবং মহম্মদ বাজার অঞ্চলের বুথ কর্মীদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়। আর সেখানেই দলের বুথ সভাপতি এবং কর্মীদের কাছ থেকে দলের অবস্থা জানতে চান বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

আর রামপুর অঞ্চলে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একটি বুথে পিছিয়ে থাকার কারণ অনুব্রত মণ্ডল জিজ্ঞেস করতেই মন্ত্রীর ঘাড়ে দোষ চাপান ওই বুথের সভাপতি। ওই বুথ সভাপতি বলেন, “মন্ত্রীর দোষে পরাজিত হয়েছি। এলাকার এক নেতা মন্ত্রীর ছত্রছায়ায় আছেন। তিনি দিনে তৃণমূল, আর রাতে বিজেপি করেন। তৃণমূলের ভোট বিজেপিকে দিয়েছে। তার জন্য হার হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর অনুব্রত মণ্ডলের শক্ত ঘাঁটিতে দলের নিচুতলার কর্মী যেভাবে খোদ মন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন, তাতে রীতিমত গুঞ্জন ছড়িয়েছে বীরভূম জেলা রাজনীতিতে। তাহলে কি বীরভূম জেলা তৃনমূলের অন্দরেও এখন ফাটল দেখা দিতে শুরু করেছে! তলায় তলায় তৃণমূলের অনেক কর্মীরা যোগাযোগ রাখতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টির সাথে? আর তাই অনুব্রত মণ্ডলের সামনে মন্ত্রীর ঘাড়ে দোষ চাপিয়ে হারের কথা তুলে ধরলেন দলের বুথ সভাপতি?

অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে বীরভূম জেলা তৃণমূলের ক্ষেত্রে অত্যন্ত সাংগঠনিক জেলা হিসেবে পরিচিত। কিন্তু এখন বুথভিত্তিক কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে প্রায় প্রতিনিয়ত কখনও অনুন্নয়ন আবার কখনও বা গোষ্ঠী কোন্দলের কথা সেই জেলায় উঠে আসতে দেখা যাচ্ছে। ফলে যে বীরভূম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত ভরসা রাখতেন, সেই বীরভূমেও এখন তৃণমূলের অন্দরে যে ব্যাপক সমস্যা জাকিয়ে বসতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে এবার হারের কারণ হিসেবে মন্ত্রীর ঘাড়ে দলের বুথ সভাপতি অভিযোগ চাপানোয় ব্যাপক চাপে পড়ল বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!