এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মিশন একুশে ভরসা সেই মুকুলেই? আবারো স্পষ্ট করে দিল গেরুয়া শিবির? জানুন বিস্তারিত ভাবে

মিশন একুশে ভরসা সেই মুকুলেই? আবারো স্পষ্ট করে দিল গেরুয়া শিবির? জানুন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় তৃণমূল দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তৃণমূল নেতা মুকুল রায়। তার প্রচেষ্টাতেই বাংলার বিভিন্ন স্থানে তৃণমূল সাফল্যের সঙ্গে নিজের ভিত শক্ত করতে পেরেছে। কিন্তু পরবর্তীকালে এই তৃণমূল নেতার সঙ্গেই একাধিক কারণে দলের মনোমালিন্য তৈরি হয়। এর ফলে তিনি তৃণমূল ত্যাগ করে যোগদান করেন বিজেপিতে।

বিজেপিতে যোগদানের পর তিনি বিজেপির শ্রীবৃদ্ধি সাধনে নিয়োজিত হয়েছেন। গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে মূলত তাঁর প্রচেষ্টাতেই ১৮ টি সিট নিয়ে উল্লেখযোগ্য উত্থান ঘটে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির। বিজেপির শ্রীবৃদ্ধি তিনি করেছেন, কিন্তু সেভাবে বিজেপিতে তিনি তেমন কোন উল্লেখযোগ্য পদ তিনি পাননি। এবার তাঁর প্রতি বিশেষ প্রশংসা বাণী শোনালেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

গত শুক্রবার ছিল বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও বাংলা বাঁচাও’ কর্মসূচি। এই কর্মসূচি উপলক্ষে মেয় রোডে রাজনৈতিক মঞ্চে উপস্থিত হন বিভিন্ন বিজেপি নেতৃবর্গ। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বক্তব্য রাখেন। এরপর বিজেপির রাজ্য পর্যবেক্ষকের উপস্থিতীর পর দিলীপ ঘোষ বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে যান। এরপর মাইক্রোফোন হাতে নিয়ে মুকুল রায়ের প্রতি বিশেষ প্রশংসাবাণী করতে দেখা গেল বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে। মুকুল রায় কে তিনি বাংলার রাজনীতির চাণক্য বলে ভূষিত করলেন ও তাঁর জয় গান গাইলেন। সেই সঙ্গে জানালেন বিজেপির বঙ্গজয় কেবল সময়ের অপেক্ষা মাত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় জানালেন যে, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রধান স্থপতি মুকুল রায়ই হতে চলেছেন। এ প্রসঙ্গে তিনি আরো জানান, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর সিংহাসন দান করেছিলেন তিনি, এবার তিনি এই সিংহাসন থেকে অপসারিত করতে চলেছেন তাঁকে। মুকুল রায়ের প্রতি তিনি বিশেষ আস্থা জ্ঞাপন করলেন।

বিজেপির রাজ্য পর্যবেক্ষকের এই বক্তব্য রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে জয়লাভের উদ্দেশ্যে মুকুল রায়ের উপর অধিক ভরসা রাখতে চলেছে কেন্দ্রীয় বিজেপি। প্রসঙ্গত অল্প কিছুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন যে, তিনি একাই রাজনৈতিক পালাবদল ঘটাতে সক্ষম কিন্তু বিজেপির পর্যবেক্ষক বুঝিয়ে দিলেন তিনি মুকুল রায়ের উপরেই তাদের ভরসা অনেক বেশি। বঙ্গ রাজনীতির নাড়ি নক্ষত্র তিনি চেনেন। তাই সঠিক সময়ে রাজ্য বিজেপিকে সাফল্যের পথ দেখিয়ে দিতে পারবেন তিনিই। রাজ্য বিজেপি পর্যবেক্ষকের এই বক্তব্য যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। কারণ তাঁর এই বক্তব্যতে দিলীপ ঘোষের একাধিপত্যের বিষয়টি অনেকটাই খর্ব হলো, এমনটাই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের অভিমত।

সম্প্রতি কৈলাস বিজয়বর্গীয় বিজেপি দলের যুব সাধারণ সম্পাদক পদে শঙ্কুদেব পান্ডাকে আনার পরিকল্পনা করেছেন। যদিও এই পদের জন্য দিলীপ ঘোষ মনোনীত করেছিলেন প্রকাশ দাসকে। তাকে সরিয়ে দিয়ে শঙ্কুদেব পান্ডা কে এই পদে আনার যে পরিকল্পনা কৈলাস বিজয়বর্গীয় করছেন, তার ফলে বিজেপি দলে আবার দিলীপ-মুকুল দ্বন্দ্ব দেখা দিতে পারে বলে অনেকের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!