এখন পড়ছেন
হোম > জাতীয় > মিশন উওরপ্রদেশে চূড়ান্ত চমক রাহুল গান্ধীর-বিজেপি রুখতে ২০১৯ -এর মহাজোটের ফর্মুলা তৈরি

মিশন উওরপ্রদেশে চূড়ান্ত চমক রাহুল গান্ধীর-বিজেপি রুখতে ২০১৯ -এর মহাজোটের ফর্মুলা তৈরি


আগামী লোকসভা ভোটে মোদী সরকারকে কেন্দ্র থেকে হটাতে জোট বেঁধে আক্রমনের পরিকল্পনা তো ছিলই রাহুল গান্ধীর। এবার কার্যত খাতায় কলমে আসন বাঁটোয়ারা করে ফেললেন উওরপ্রদেশে পিসি-ভাইপোর জুটির সঙ্গে। রাহুলের হাতে হাত মেলাতে দেখা গেলো বহুজন সমাজবাদী পার্টির নেতা মায়বতী,সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ও রাষ্ট্রীয় লোকদলের অজিত সিংদের। আসন বন্টনে মায়াবতীর জেদের সামনে কার্যত নমনীয় ভাব দেখালেন সপা নেতা অখিলেশ যাদব। তিনি একরকম আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে,উওরপ্রদেশে এবার বিরোধী জোট হবেই। দরকার পড়লে বহুজন সমাজবাদী পার্টিকে বেশি আসন ছেড়ে দিতেও আপত্তি নেই সপা-র হাইকমান্ডার অখিলেশ যাদবের। অখিলেশের এই সহযোগীতার জেরেই রাহুল গান্ধীর আসন সমঝোতা করতে সুবিধে হল। শেষ অব্দি মোদীবিরোধী মহাজোট তৈরি হয়েই গেলো উওরপ্রদেশে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

নতুন এই সমঝোতায় মায়াবতী তাঁর দাবী মতোই ৪০ টি আসনে লড়বেন। সমাজবাদী পার্টিকে দেওয়া হয়েছে ৩২ টি আসন। সমাজবাদী পার্টি আবার জোট বেঁধেছে অজিত সিং-এর রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে। অজিত সিং এর দলকে আগেই তিনটি আসন ছাড়বেন অখিলেশের দল।  কংগ্রেস লড়াই করবে বাকি আটটি আসনে। কংগ্রেস নিদেনপক্ষে ১০ টি আসন দাবী করলেও মহাজোটের স্বার্থে দুটি আসন নিয়ে বেশি আর জোরজবরদস্তি করছে না,এমনটাই খবর পাওয়া গেছে।

উল্লেখ্য,এর আগেও সপা-বসপা জোট সফল হয়েছে উওরপ্রদেশে। সেই ফর্মুলা মেনেই লোকসভায় খেলা ঘুরিয়ে দিতে মরিয়া রাহুল গান্ধী।  গোরক্ষপুর বা ফুলপুরের পাশাপাশি কৈরানা এবং নুরপুরেও বিজেপিকে শক্তিহীন করেছে অখিলেশ-মায়াবতী জুটি। তাই এই জুটির শক্তিকে কাজ লাগিয়ে লোকসভা ভোটে বাজিমাত করতে চান জাতীয় কংগ্রেসের হাইকমান্ডার। তবে রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেছে,মায়াবতী গতবার লোকসভা নির্বাচনে উওরপ্রদেশ থেকে একটি আসনেও জিততে পারেনি। গেরুয়া ম্যাজিকে কার্যত কুপোকাত হয়েছিল বহুজন সমাজবাদী পার্টি। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিও মুখ থুবড়ে পড়েছিলো মোদী ঝড়ের সামনে। বিজেপির তরফে এসেছিল ৭৩ টি আসনে আর সপার ঝুলিতে এসেছিলো মাত্র ২ টি আসন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। দফায় দফায় শক্তিশালী হয়ে উঠেছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো। তারই প্রমান পাওয়া গেছে সম্প্রতি হওয়া বিভিন্ন নির্বাচন-উপনির্বাচনগুলোতে। বিজেপি কোনঠাসা হয়েছে এসব আঞ্চলিক শক্তির একতার কাছে। এবার এবার সম্মিলিত শক্তিকে হাতিয়ার করেই কেন্দ্র থেকে পদ্ম উপড়ে ফেলার পরিকল্পনায় ময়দানে নামল জাতীয় কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!