এখন পড়ছেন
হোম > জাতীয় > মিশন ত্রিপুরা, অভিষেকের পর আজ ত্রিপুরা যেতে চলেছেন দলের এই হেভিওয়েট, হতে চলেছে জোরদার লড়াই

মিশন ত্রিপুরা, অভিষেকের পর আজ ত্রিপুরা যেতে চলেছেন দলের এই হেভিওয়েট, হতে চলেছে জোরদার লড়াই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব জয় পাওয়ার পর দেশের স্থানে স্থানে ছড়িয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এই উদ্দেশ্যে ত্রিপুরা রওনা দিয়েছিলেন ভোট কুশলী পিকের আইপ্যাক সংস্থার সদস্যরা। এরপর একের পর এক তৃণমূল নেতৃত্ব ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গত সোমবার ত্রিপুরা গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

প্রসঙ্গত, ত্রিপুরা পৌঁছাবার পর একদিকে যেমন বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা প্রমুখরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর বিষয়টি সর্বভারতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। সমবেদনার ইস্যু তুলে মানুষের মনে স্থান করে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এই উদ্দেশ্যেই ত্রিপুরায় গিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে দেখা করবেন কুনাল ঘোষ। প্রয়োজনীয় পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করবেন সকলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে ত্রিপুরার ৮ টি জেলার সমস্ত ব্লকে আগামী দেড় মাসের মধ্যে সংগঠন তৈরি করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যে আদাজল খেয়ে ত্রিপুরাতে নেমে পড়ছে তৃণমূল। একাজকে ত্বরান্বিত করতে সেখানে যাচ্ছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। জানা যাচ্ছে, আজই দলের একাধিক নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তিনি। স্থানীয় নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে জানা যাচ্ছে।

এদিকে, দু সপ্তাহ পর আবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই দলের কাজ কিছুটা সেরে রাখতে চাইছেন তিনি। এদিকে ত্রিপুরা থেকে ফিরে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ত্রিপুরায় আগামী দেড় বছরের মধ্যে উন্নয়নের সরকার করে দেখাবে তৃণমূল। দিল্লি, গুজরাটের নির্দেশ মেনে সরকার চলছে ত্রিপুরাতে। ত্রিপুরার মানুষের কথা, মানুষের চাহিদা বুঝতে পারছে না এই সরকার। দুয়ারে গুন্ডা নয়, এবার ত্রিপুরার দুয়ারে সরকার পৌঁছে যাবে।

ধমকে চমকে ভয় দেখানো যাবেনা তৃণমূলকে। বাইক বাহিনীর খেলা এখানেই শেষ, এবার থেকে শুরু হবে ত্রিপুরাবাসির খেলা। বাংলা যখন করে দেখিয়েছে, ত্রিপুরাও ঠিক করতে পারবে। সম্ভব হলে নিজের পায়ের তলার মাটি বাঁচাক বিজেপি সরকার। তবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা প্রসঙ্গে ত্রিপুরা রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এইধরনের কোনো পরিকল্পনা ছিল না দলের। তবে, কেউ যদি জনরোষের মুখে পড়েন, তাহলে কিছু করার থাকে না তাঁদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!