এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মিঠুন বিজেপিতে যোগ দিতেই কড়া প্রতিক্রিয়া তৃণমূলের, জেনে নিন

মিঠুন বিজেপিতে যোগ দিতেই কড়া প্রতিক্রিয়া তৃণমূলের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সুপারস্টার মহাগুরু হিসেবে পরিচিত মিঠুন চক্রবর্তী রবিবার কলকাতার ব্রিগেড সমাবেশ থেকে যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। একসময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। কিন্তু অনেকদিন থেকেই রাজনীতির মূল আলোতে দেখা যায়নি তাকে। কিন্তু বিধানসভা নির্বাচনের দামামা যখন বেজে গিয়েছে, তখন সেই মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ায় রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আর মহাগুরু বিজেপিতে যোগ দিতে না দিতেই তাকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করলেন তাঁর প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের নেতা এবং জনপ্রতিনিধিরা। সৌগত রায় থেকে শুরু করে কুণাল ঘোষের মত তৃণমূল নেতারা এখন কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছেন মহাগুরুকে।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করার পর বলেছিলেন, মিঠুন চক্রবর্তী অকৃতজ্ঞ নয়। সারাজীবন মনে রাখব। আমার ছোটবোন রাজ্যসভায় পাঠাল। আর বিপক্ষ শিবিরের মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন, মারব এখানে, লাশ পড়বে শশ্মানে। এক ছোবলে ছবি। ঠিক মেলানো যাচ্ছে না।” একইভাবে বারবার দলবদল করা মিঠুন চক্রবর্তীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।

এদিন তিনি বলেন, “চারবার দলবদল করছে। অরিজিনালি নকশাল ছিল। পরে সিপিএম হল। তারপরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল। কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মিঠুনকে ভয় দেখিয়ে বিজেপি হুমকি দিয়েছিল। সেই কারণে রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন।” অর্থাৎ মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দেওয়ায় একাংশ যখন উজ্জীবিত, তখন তাকে যে বিন্দুমাত্র হলেও ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস, তা নিজেদের বক্তব্যের মধ্যে দিয়েই বুঝিয়ে দিলেন তৃণমূলের নেতারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে মিঠুন চক্রবর্তীকে সুপারস্টার প্রচারক হিসেবে ব্যবহার করবে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সেই মিঠুনবাবুকে পাল্টা আক্রমণ করে তার বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দেওয়া হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।পর্যবেক্ষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে এখন ভারতীয় জনতা পার্টি সমাজের বিশিষ্ট জনেদের নিজেদের দলে আনতে শুরু করেছে। এক্ষেত্রে টলিউডের বিভিন্ন সুপারস্টাররা যোগ দিতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টিতে।

আর এই পরিস্থিতিতে মিঠুন চক্রবর্তী যখন তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং সকলের মহাগুরু হিসেবে পরিচিত, তখন তাকে ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপিতে গ্রহণ করেছেন দলীয় নেতারা। আর দলে যোগদান করার সাথে সাথেই মিঠুন চক্রবর্তীকে প্রচারের কাজে নামানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এমত পরিস্থিতিতে তাদের দলে প্রাক্তন সাংসদ মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করায় তাকে কড়া ভাষায় আক্রমণ করে রীতিমত শোরগোল তুলে দিলেন কুনাল ঘোষ এবং সৌগত রায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!