এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মিথ্যা বুঝিয়ে সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়েছে তৃণমূল, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তৃণমূল সাংসদের !

মিথ্যা বুঝিয়ে সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়েছে তৃণমূল, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন তৃণমূল সাংসদের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে গেরুয়া শিবির। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কৃষি বিল নিয়ে রাজ্যের শাসক দল তীব্র বিরোধিতা করেছে এবং করে চলেছে। আর তাই নিয়ে রাজ্য সরকারকে ক্রমাগত বিঁধছে গেরুয়া শিবির। সম্প্রতি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে পদযাত্রা করা হয় এবং সেই মিছিলে অংশ নিয়ে প্রাক্তন তৃণমূল সাংসদ যিনি বর্তমানে বিজেপি সাংসদ অর্থাৎ সৌমিত্র খাঁ এবার তৃণমূলের বিরুদ্ধে করলেন চাঞ্চল্যকর অভিযোগ।

তিনি জানালেন, কৃষকদের ভুল বুঝিয়ে একসময় সিঙ্গুর থেকে টাটাদের তাড়িয়েছে বর্তমান শাসকদল। ইতিমধ্যেই সৌমিত্র খাঁ এর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনা। যদিও তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর বিজেপি সাংসদের এই মন্তব্যকে কোনমতেই গুরুত্ব দিচ্ছেন না বলে জানা যাচ্ছে। রাজ্যের শাসক দল কেন্দ্রীয় সরকার গঠিত নতুন কৃষি আইনকে কৃষকের স্বার্থবিরোধী বলে ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে। পাল্টা বিজেপিও এই কৃষি আইনের সমর্থনে কৃষকদের বোঝাতে ‘কৃষক সুরক্ষা পদযাত্রা’য় নেমেছে।

সেই পদযাত্রাই ছিল শুক্রবার বিজেপির পক্ষ থেকে বসিরহাটে। মিছিলে বিজেপি কর্মী সমর্থকরা কাঁধে লাঙল নিয়ে পদযাত্রায় সামিল হন। একই ভাবে সোউমিত্র খাঁও এই মিছিল করেন বলে জানা গেছে। মিছিল শেষে সৌমিত্র খাঁ জনগণের উদ্দেশ্যে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তৃণমূলের পক্ষ থেকে কখনোই কৃষকদের ভালো চাওয়া হয়নি। বরং মিথ্যে বুঝিয়ে সিঙ্গুর থেকে তাঁদের তাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের রক্ষার জন্য এই আইন করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বিজেপি সংসদের মন্তব্যকে কোনমতেই গুরুত্ব দিচ্ছেন না জেলা তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে জেলার কো-অর্ডিনেটর নারায়ন গোস্বামী এদিন জানিয়েছেন, বাংলার প্রতিটি মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পক্ষে সবসময় কথা বলেন। এমনকি কৃষকদের সঙ্গে পায়ে পা মিলিয়ে তিনিও আন্দোলনে নেমেছিলেন। একসময় বাম সরকার কৃষি জমি কেড়ে নিয়ে শিল্প করতে চেয়েছিল সেইসময় জীবন বাজি রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি জমি ফিরিয়ে আনেন সিঙ্গুর বাসীদের জন্য।

অন্যদিকে উত্তরপ্রদেশের হাথরাসের ধর্ষণের ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এদিন সৌমিত্র খাঁ রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন। তাঁর মতে, উত্তরপ্রদেশে ধর্ষণ হলেও সেখানে ফাস্ট ট্রাক কোর্টে বিচার হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ধর্ষণের কোন বিচার হয়না। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার বুকে তৃণমূল বিজেপির রাজনৈতিক সম্পর্কের উত্তাপ ক্রমশই বেড়ে চলেছে। রাজ্য বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোরদার তোড়জোড়। কিন্তু কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এই মুহূর্তে তৃণমূল বিজেপির লড়াইকে অন্য মাত্রা দিয়েছে বলে মনে করা হচ্ছে। আপাতত কৃষি বিল নিয়ে একুশের বিধানসভা নির্বাচনে কে এগিয়ে যেতে পারে, সে দিকেই এখন লক্ষ্য সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!