এখন পড়ছেন
হোম > জাতীয় > অন্যদল ভেঙে বিধায়ক দলে টানতে ১০০০ কোটি টাকা খরচ করেছেন মুখমন্ত্রী, বিস্ফোরক তথ্যে শোরগোল রাজ্যে

অন্যদল ভেঙে বিধায়ক দলে টানতে ১০০০ কোটি টাকা খরচ করেছেন মুখমন্ত্রী, বিস্ফোরক তথ্যে শোরগোল রাজ্যে

অন্য দল ভেঙ্গে বিধায়ক নিজের দলে টেনে মুখ্যমন্ত্রী হতে ১০০০ কোটি টাকা খরচ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা এমনটাই দাবি কর্নাটক বিধানসভায় বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়া নারায়ণ গৌড়ার। এদিন তিনি দাবি করেছেন নিজের নির্বাচনী কেন্দ্র কৃষ্ণরাজপেটের উন্নয়নের জন্য তিনি ৭০০ কোটি টাকা চেয়েছিলেন ইয়েদুরাপ্পার কাছে কিন্তু তাকে ১০০০ কোটি টাকা দেন। যদিও সেটা তিনি নিজের কাছে রাখেন নি। সমস্ত টাকাই মানুষের উন্নয়নে তিনি খরচ করে ফেলেছেন।

নিজের সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় নারায়ণ গৌড়া দাবি করেন যে, ”একদিন ভোর ৫টায় আমাকে ইয়েদুরাপ্পার বাড়ি নিয়ে যান এক ব্যক্তি। তখন পুজো করছিলেন ইয়েদুরাপ্পা। তার পর আমাকে বসতে বললেন। বললেন, আমি সমর্থন করলে মুখ্যমন্ত্রী হতে পারবেন উনি। জবাবে কৃষ্ণরাজপেটের উন্নয়নের জন্যও ওঁর কাছ থেকে ৭০০ কোটি টাকা চাইলাম আমি। উনি বললেন আরও ৩০০ কোটি দেবেন।”

সাথেই ইয়েদুরাপ্পা যে কথা রেখেছিলেন সে কথাও তিনি জানান। তিনি জানান সময় মতো টাকা যেদুরাপ্পা দিয়েছিলেন। তিনি সেই টাকা জনগণের উন্নয়নে খরচ করেছেন। যদিও স্পিকার কেআর রমেশ বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজ করে দেওয়ার পর, আর পাশে দাঁড়াননি বলে অভিযোগ তুলেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এই নিয়ে তিনি অভিযোগ তোলেন যে, ”কথা মতো পরবর্তী কালে ওই টাকা কিন্তু দিয়েছিলেন ইয়েদুরাপ্পা। আপনাদের কি মনে হয় না, যে ওঁর মতো মহান মানুষের পাশে দাঁড়ানো উচিত আমার? তাই করেছি আমি। কিন্তু তার পরেই জানিয়ে দিলেন সদস্যপদ খারিজ হয়ে যাওয়া বিধায়কদের নিয়ে ওঁর কিছু যায় আসে না।”

প্রসঙ্গত কর্ণাটক বিধানসভা ভোটে বিজেপিসংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এইচডি কুমারস্বামী ও কংগ্রেস জোট সরকার গঠন করে। কিন্তু প্রথম থেকে জোট সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছিল বিজেপি তাদের বিধায়ককে টাকা দিয়ে কিনে নিতে চাইছে। এর ফলে যে কোন মুহূর্তে সরকার পড়ে যেতে পারে। হয়েছেও তাই সরকার বেশি দিন টেকেনি।

ক্ষমতায় এসেছে বিজেপি এবং মুখ্যমন্ত্রী হয়েছেন ইয়েদুরাপ্পা। জেডিএস-এর আর একপ্রাক্তনবিধায়ককেও টাকা দিয়ে ইয়েদুরাপ্পা দলে টেনেছিলেন বলে অভিযোগ তুলেছেন তিনি।যদিও এই নিয়ে এখনও পর্যন্ত বিজেপি এবং ইয়েদুরাপ্পার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।কিন্তু এই অভিযোগ সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!