এখন পড়ছেন
হোম > রাজ্য > বাড়লো কি বিধায়কদের ভাতা জেনে নিন

বাড়লো কি বিধায়কদের ভাতা জেনে নিন

দেশের অন্য রাজ্যের বিধায়কদের ভাতা বেশি শুধু পশ্চিমবঙ্গের বিধায়করাই বঞ্চিত এই মর্মে বিধানসভার এন্টাইটেলমেন্ট কমিটিতে ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাব পাশ হয় কয়েকমাস আগে। বিমান বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই কমিটিতে। এখানে বলা হয়েছিল যে বিধায়কদের দৈনিক ভাতা একহাজার থেকে বাড়িয়ে দু’হাজার করা হবে। আর সেই পাস্ হওয়া প্রস্তাব অর্থ দপ্তরে পাঠানো হয়েছিল কিন্তু অর্থ দপ্তর থেকে ভাতা বৃদ্ধির সম্মতি মেলেনি।তাই আপাতত বিধায়কদের ভাতা বৃদ্ধি পাচ্ছে না বলেই জানা গেছে। অর্থ দপ্তর টাকার এভাবে এই প্রস্তাব ক্যারিজ করেছে বলে জানা গেছে। তবে রাজ্যের এই নিয়ে বিধায়করা রাজ্যের সচিবালয়ে চিঠি পাঠিয়েছেন এখন দেখার কি হয়। তবে এই বিষয়টি নিয়েও তৃণমূলকে বিঁধতে ছাড়েননি সুজন চক্রবর্তী।তিনি বলেন যে বিধায়কদের ভাতা বাড়লে আমার আপত্তি নেই। কমালেও আপত্তি নেই। কিন্তু, মন্ত্রীদের ভাতা বাড়বে আর বিধায়কদের কমবে এটা হবে না। আগে নিয়ম ছিল বিধায়ক ও মন্ত্রীরা এক ভাতা পাবেন। কিন্তু, তৃণমূল সরকার আসার পর সেই নিয়ম পালটে গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!