এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রতারণার ফাঁদে এবার স্বয়ং শাসকদলের বিধায়ক

প্রতারণার ফাঁদে এবার স্বয়ং শাসকদলের বিধায়ক

এবার খোদ বিধায়ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা।তিনি জানেন না। অথচ তাঁর অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়েছে সাড়ে তিন লাখ টাকা এমন টাই অভিযোগ উত্তর কাঁথির তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতির। জানা গেছে এসবিআই-এর একটি শাখায় রয়েছে বনশ্রী দেবীর আর সেখান থেকে ইনভেস্টমেন্ট ইন্টারমেডি নামে একটি সংস্থার নামে টাকা গেছে এমনটাই ম্যাসেজ এসেছিলো তাঁর কাছে। এরপর শুক্রবার সকালে তিনি ব্যাঙ্কে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানিয়েছেন পুলিসেও। কেননা তাঁর দাবি যে তিনি ওই নামে
কোনো সংস্থাকে চেনেন না বা তাঁর কোনো যোগাযোগ নেই।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে ব্যাঙ্ক কতৃপক্ষ জানান ব্যাঙ্ক অ্যাকাউন্টে জালিয়াতি রুখতে বার বার গ্রাহকদের সতর্ক করা হয়েছে। অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করতে ও মানা করা হয়েছে। তারা দেখেছে ব্যাঙ্ক থেকে কোনো ভাবে ওই তথ্য ফাঁস হয়েছে কিনা। এদিকে বনশ্রীদেবী জানান “গতকাল ফোনে একটা মেসেজ পাই। দেখি আমার SBI অ্যাক্যাউন্ট থেকে একটি বেসরকারি কম্পানির নামে সাড়ে তিন লাখ টাকা ট্রান্সফার হয়ে গেছে। আমি কোনওভাবেই ওই সংস্থার সঙ্গে যুক্ত নই। আমি টাকা ট্রান্সফারও করিনি। “পাশাপাশি জানান যে “খোঁজ নিয়ে দেখেছি ওই সংস্থা সাধারণ মানুষের থেকে টাকা তুলে প্রতারণা করেছে।” খোদ বিধায়কের একাউন্ট থেকে এইভাবে টাকা গায়েব হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তাদের সুরক্ষা নিয়ে বড় রকমের প্রশ্ন উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!