এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিধায়কের দেহরক্ষীর গায়ের কাছে হাঁচি, বন্দুকের নিশানায় দলীয় কর্মী!জোর শোরগোল!

বিধায়কের দেহরক্ষীর গায়ের কাছে হাঁচি, বন্দুকের নিশানায় দলীয় কর্মী!জোর শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস শুধু মানুষকে আক্রমণ করেই ক্ষান্ত থাকছে না। এবার তা গণ্ডগোল বাধিয়ে দিল রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও। এই ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য সকলকে হাঁচি-কাশি দেওয়ার সময় নাকে-মুখে হাত বা কাপড় দিয়ে ঢেকে রাখতে বলা হয়েছে। পড়তে বলা হয়েছে মাস্ক। কিন্তু এবার দলীয় বিধায়কের দেহরক্ষীর গায়ে হাঁচি দেওয়ার কারণে রীতিমত বন্দুকের নলের তাক গিয়ে পড়ল এক বাম কর্মীর ওপর।

জানা গেছে, ভয়াবহ দুর্যোগে ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ করে এদিন বামফ্রন্টের তরফে আমডাঙা থানা এবং বিডিও অফিসে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। যেখানে উপস্থিত হন উত্তর দমদমের সিপিএম বিধায়ক তনময় ভট্টাচার্য। আর দলীয় কর্মসূচি শেষ করে তিনি যখন গাড়িতে উঠতে যাবেন, সেই সময়ই এক কর্মী হঠাৎ করে হাচি দিয়ে ফেলেন। আর সেই হাঁচি গিয়ে পড়ে বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের দেহরক্ষীর গায়ে। যে ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন তন্ময়বাবুর দেহরক্ষী। বাম কর্মীর উদ্দেশ্যে তিনি বলেন, “গায়ের উপরে হাচি দিচ্ছেন কেন?” আর এর পরেই দেহরক্ষীর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় বাম নেতাকর্মীদের। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে অবস্থা যখন ক্রমশ বেগতিক, ঠিক তখনই বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্যর দেহরক্ষী কোমর থেকে পিস্তল বের করে বিক্ষোভকারীদের দিকে তাক করে তাদের গুলি করার হুমকি দেন। আর এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। সামান্য এক হাচি দেওয়াকে কেন্দ্র করে যেভাবে বাম বিধায়কের দেহরক্ষী দলের কর্মীদের দিকে বন্দুকের নল তাক করলেন, তাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। কিন্তু সামান্য একটা হাচির কারণে কেন এত উত্তেজনা সৃষ্টি হল?

অনেকে বলছেন, বর্তমানে যে পরিস্থিতি, তাতে সকলের সচেতন থাকা উচিত। কিন্তু কোনো একটা অসচেতনতার কারণে বাম বিধায়কের দেহরক্ষীর গায়ের ওপর হাচি পড়ে যায় তাদেরই কোনো এক কর্মী-সমর্থকের। যার কারণে রীতিমতো ক্ষুব্ধ হয়ে সেই দেহরক্ষী বন্দুকের নল তাক করেন। তবে সামান্য এই কারণে তন্ময়বাবুর দেহরক্ষী বন্দুকের নল তাক না করলেই পারতেন বলে মনে করছেন একাংশ।

যদিও বা এই প্রসঙ্গে বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, “করোনা আতঙ্কে হাচির জেরে ভুল বোঝাবুঝিতে এই ঘটনা ঘটেছে।” অনেকে রসিকতা করে বলছেন, এখন রাজনৈতিক দ্বন্দ্বকেও করোনা নিয়ন্ত্রণ করছে। তাকে নিয়ে শাসক বনাম বিরোধী দলের তরজা যেমন অব্যাহত, ঠিক তেমনই এবার হাঁচি-কাশি দেওয়াতেও যেভাবে বামেদের মধ্যে গন্ডগোল শুরু হল, তাতে করোনার প্রভাব যে অনেকটাই, তা অস্বীকার করতে পারবেন না কেউ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!