এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধায়কদের ইস্তফা, বড়সড় সংকটে সরকার ! জোর চাঞ্চল্য

বিধায়কদের ইস্তফা, বড়সড় সংকটে সরকার ! জোর চাঞ্চল্য

বিজেপিকে রুখতে খুব কষ্ট করেই ঐকমত্যের ভিত্তিতে কর্নাটকে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস-জেডিএস জোট। কিন্তু কুর্সিতে বসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে মতানৈক্য প্রকাশ্যে আসতে শুরু করে। যার জেরে অনেকেই বলেছিলেন, এই কংগ্রেস- জেডিএস জোট সরকারের সম্পর্ক ছিন্ন হওয়া শুধু সময়ের অপেক্ষা।

আর বিভিন্ন মহলে যখন এই জল্পনা চলছে, ঠিক তখনই এবার কংগ্রেস এবং জেডিএস – এই দুই দলের পক্ষ থেকে প্রায় 11 জনের মতো বিধায়ক বিধানসভার স্পিকারের অফিসে গিয়ে তাদের ইস্তফা পত্র জমা দিলেন। যা নিয়ে এখন প্রবল চিন্তার ভাঁজ পরেছে জেডিএস এবং কংগ্রেস নেতৃত্বদের কপালে।

সূত্রের খবর, গত শনিবার দুপুরে কর্নাটকের স্পিকার কে আর রমেশ কুমারের কাছে ইস্তফাপত্র জমা দিতে যান কংগ্রেসের 5 জন এবং জেডিএসের 3 জন বিধায়ক। কিন্তু ঠিক কারা কারা ইস্তফা দিলেন! জানা গেছে, কংগ্রেসের পক্ষ থেকে রমেশ জারকিহোলি, বি সি পাতিল মহেশ কুমাতাল্লি, প্রতাপগৌড়া পাটিল, শিবরাম হেব্বার এবার এবং সুব্বা রেড্ডি। অন্যদিকে জেডিএসের পক্ষ থেকে এইচ বিশ্বনাথ, নারায়ণ গৌরা এবং কে গোপালাইয়ার মত বিধায়ক তাদের ইস্তফাপত্র জমা দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এদিন এই বিধায়করা যখন ইস্তফাপত্র জমা দিতে আসেন, তখন সেখানে উপস্থিত ছিলেন না স্পিকার কে আর রমেশ কুমার। পরে তিনি বলেন, “আমার অবর্তমানে ওনারা ইস্তফা দিতে এসেছিলেন। আমি অফিসে ইস্তফা পত্র গ্রহণ করতে বলি। এখনও পর্যন্ত 11 জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। সোমবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে কংগ্রেসের তরফে শেষ মুহূর্তে অনেকে অনেক চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। অনেক বিধায়ক তাদের ইস্তফা পত্র জমা দিয়ে প্রকাশ্যেই দলের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে এবার কর্নাটকে লাভের গুড় পাওয়ার আশায় রয়েছে গেরুয়া শিবির।

এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা জিভিএল নরসিমারাও বলেন, “কংগ্রেস-জেডিএস রাজনৈতিক দ্বন্দ্বে রাজ্যের মানুষ অতিষ্ঠ। কর্ণাটকের সমস্ত মানুষ এই সমস্যার সমাধান চাইছেন। আগামীদিনে এখানে বিজেপিই সরকার গড়বে।” সব মিলিয়ে একের পর এক কংগ্রেস এবং জেডিএস বিধায়কের ইস্তফার পর এবার কর্নাটকে ঠিক কোন পরিস্থিতি তৈরি হয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!