থানায় অবস্থান বিক্ষোভে বসলেন এলাকার বিধায়ক, জোট চাঞ্চল্য তৃণমূলের অন্দরে উত্তরবঙ্গ রাজ্য June 16, 2019 লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই পুলিশ, প্রশাসন আর তাদের কথা ঠিকমত শুনছে না বলে দলীয় নেত্রীর কাছে অভিযোগ করতে দেখা গেছে তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের। এমনকি কিছু জায়গায় পুলিশকর্মীদের আরও সক্রিয় হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার লোকসভা নির্বাচনের পর থেকেই দলের কর্মীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হওয়ায় সাহেবগঞ্জ থানায় অবস্থান বিক্ষোভে বসে করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, এবারে তৃণমূলকে হারিয়ে এখানে জয়লাভ করেছেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। আর বিজেপি এই কেন্দ্রে জয়লাভ করার পর থেকেই তৃণমূল কর্মীদের ওপর ব্যাপক অত্যাচার চলছে বলে অভিযোগ জানাতে দেখা যায় জেলা তৃণমূল নেতৃত্বকে। আর তারই পরিপ্রেক্ষিতে শনিবার বেলা সাড়ে দশটায় সাহেবগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসতে দেখা গেল দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে। এদিন তার সাথে এই কর্মসূচিতে ছিলেন দিনহাটা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, সহ-সভাপতি অতুল সরকার, বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস, শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্নু সরকার সহ অন্যান্যদের। এদিকে সাড়ে বারোটা নাগাদ তৃণমূলের এই প্রতিনিধি দল সাহেবগঞ্জ থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে দেখা করলে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে এই অবস্থান শেষ পর্যন্ত উঠে যায়। তবে খোদ তৃণমূল বিধায়কের এইভাবে পুলিশের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে বসে পড়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - যেখানে শাসকদলে রয়েছে তৃণমূল, সেখানে পুলিশ তাদের কথা শুনছে না – এই অভিযোগ তুলে তৃণমূল বিধায়কের অবস্থান বিক্ষোভে বসে পরা সত্যিই হাস্যকর বলে দাবি করতে শুরু করেছে সমালোচক মহলের একাংশ। এদিন এই প্রসঙ্গে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, “লোকসভা ভোটের পরেই দিনহাটার বিভিন্ন স্থানে আমাদের কর্মীদের ওপর অত্যাচার এবং সন্ত্রাস শুরু হয়েছে। তাই এর বিরুদ্ধে বিহিত চাইতেই আমরা অবস্থান-বিক্ষোভ করেছি।” অন্যদিকে উদয়ন গুহর এই অভিযোগকে অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, পুলিশ নিরপেক্ষ কাজ করলেই তা তৃণমূলের বিরুদ্ধে চলে যায়। আসলে ওদের স্বভাবই হচ্ছে পুলিশকে দলদাসে পরিণত করে রাখা। আর তাইতো যখন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, তখন তার বিরুদ্ধে বিক্ষোভে বসেছে তৃণমূল। এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক অশোক মন্ডল বলেন, “তৃনমুল নিজেরাই সন্ত্রাস করে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।” আপনার মতামত জানান -