এখন পড়ছেন
হোম > জাতীয় > শুধু বিধায়ক ছিনিয়ে নেওয়ায় নয়, শাসকদলের কাছে আরো বড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস

শুধু বিধায়ক ছিনিয়ে নেওয়ায় নয়, শাসকদলের কাছে আরো বড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস


একদিকে ২০১৯ এ কংগ্রেসের সাথে হাত মেলাতে উঠেপড়ে লেগেছে তৃণমূল অন্যদিকে কংগ্রেসের ঘর ভেঙ্গে একের পর এক বিধায়ক ছিনিয়ে নিচ্ছে শাসকদল। কিন্তু এই দুই এর সমীকরণ ঠিকঠাক মেলাতে পারছেনা রাজনৈতিকমহল অন্যদিকে এর মাঝে আর এক আসেনি সংকেত দেখছেন রাজনৈতিকমহল। তাদের মতে ভবিষ্যৎ যা বলছে তাতে শুধু বিধায়ক ছিনিয়ে নেওয়ায় নয়, শাসকদলের কাছে আরো বড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস। কেননা বামফ্রন্টের সঙ্গে জোট করে আসন বাড়িয়ে বিধানসভা বিরোধী দলের মর্যাদা পেয়েছিল কংগ্রেস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সিপিআইএম এর সাথে জোট করে যে কংগ্রেস লাভবান হয়েছিল তা সত্যিই বলার অপেক্ষা রাখে না।জোটের ফলে বামফ্রন্টের বিরোধী তকমাও চলে গিয়েছিল। কিন্তু এবার কংগ্রেস বিরোধী মর্যাদাও হারাতে চলেছে বলেই মত রাজনৈতিক মহলের। তৃণমূলের বার বার কংগ্রেস বিধায়কদের নিজের দলে টেনে নেওয়ায় তাদের বিধায়ক সংখ্যা নামতে চলেছে ৩০-এরও নিচে। আর তার ফলে বিধানসভায় কংগ্রেস এবার সংখ্যালঘু হতে চলেছে।৪২ জন বিধায়ক থেকে এখন সংখ্যাটা কমতে কমতে এখন ৩১-এ এসে দাঁড়িয়েছে ।একমাসের ভিতরে তিন বিধায়ক কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। যতদূর কানাঘুসো শোনা যাচ্ছে তাতে আরও তিন বিধায়ক তৃণমূলে যোগ দিতে চলেছেন। আর এই দলবদল হয়ে গেলেই সাড়ে সব্বোনাশ হয়ে গেলো কংগ্রেসের। কেননা তারা বামফ্রন্টেরও নিচে নেমে যাবে বিধায়কের সংখ্যার দিক দিয়ে।অবশ্য সংখ্যাটা ঠিক কাটতে গিয়ে দাঁড়াবে তা এখনো বোঝা যাচ্ছে না কেননা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যা তাতে আরো কতজন বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবেন তা বলা শক্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!