এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফিরহাদকে নিয়ে মুখ খোলায় সাধনকে কড়া বার্তা মমতার? জল গড়িয়েছে অনেক দূর!

ফিরহাদকে নিয়ে মুখ খোলায় সাধনকে কড়া বার্তা মমতার? জল গড়িয়েছে অনেক দূর!


জল্পনা ছিলই, সাধনকে নিয়ে মুখ না খুললেও তিনি যে ভিতরে ভিতরে ক্ষুব্ধ তা অনেকেই অনুমান করেছিলেন। আর জল্পনা ছড়িয়েছিলো যে তিনি দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে এই নিয়ে মুখ খুলতে পারেন ও সাধনকে বার্তা দিতে পারেন। হয়েছেও তাই এদিন নাম না করেই সাধনকে বড়সড় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

একদিকে ভয়াবহ দুর্যোগ, অন্যদিকে করোনা ভাইরাস মোকাবিলা করতে এমনিতেই হিমশিম খেতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে‌। আর এই পরিস্থিতিতে সম্প্রতি ভয়াবহ দুর্যোগের পর কলকাতায় যখন বিভিন্ন জায়গায় পরিষেবা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ঠিক তখনই নিজেদেরই মন্ত্রিসভার সদস্য সাধন পান্ডে নাম না করে আক্রমন করেন রাজ্যের আর এক মন্ত্রী তথা কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কলকাতা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাছ পড়ে যাওয়ায় বিদ্যুৎ না থাকা নিয়ে আগে থেকে প্রস্তুতি নিলে এমনটা হত না বলে বিস্ফোরক মন্তব্য করে বসেন সাধনবাবু। যার পরেই অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে। বিরোধীরা আরও বেশি করে চেপে ধরে রাজ্যের শাসক দলকে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি সেই সাধন পান্ডে কেন এরকম বক্তব্য প্রদান করলেন, তা জানতে চেয়ে তাকে শোকজ করেন উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

আর এবার সমস্ত জেলা নেতৃত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকের সময় এই ব্যাপারে নাম না করে সাধন পান্ডেকে সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন তিনি বলেন, “কলকাতার নেতাদের বলছি, তারা এদিক ওদিক মুখ খুলছেন। তারা যদি চান, তাহলে দল থেকে বেরিয়ে যেতে পারেন।” অর্থাৎ কোনোভাবেই যে দলের শৃঙ্খলা ভঙ্গ তিনি বরদাশ্ত করবেন না, তা সাধন পান্ডের বক্তব্যের পরে কড়া বার্তা দিয়ে কার্যত পরিষ্কার করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি ভবিষ্যতে কেউ যাতে এরকম ভুল না করে, তার জন্য সকলকে এই বার্তার মধ্যে দিয়েই সতর্ক করে দিলেন তিনি বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা দলের ভেতরে থেকে যদি কেউ এই ধরনের মন্তব্য বাইরে প্রকাশ করতে শুরু করে, তাহলে নিঃসন্দেহে তা দলের অস্বস্তি বাড়ায়। আর তাই এই ব্যাপারে কড়া অবস্থান নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!