এখন পড়ছেন
হোম > রাজ্য > অধীরের ঘর ভেঙে ফের তৃণমূলের পথে ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক

অধীরের ঘর ভেঙে ফের তৃণমূলের পথে ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক

এবার দল ছাড়তে চলেছেন ফরাক্কার কংগ্রেস বিধায়ক মইনুল হক। তৃণমূল যোগ দিতে চলেছেন বলে দাবি এক সর্ব ভারতীয় সংবাদমানধ্যমের। ওই সংবাদমাধ্যমের দাবি যে ,মইনুলবাবু জানিয়েছন, ফরাক্কার কোনও উন্নয়ন হচ্ছে না। তাই তৃণমূল যোগ দিয়ে সেই কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। এছাড়া তিনি আরো বলেছেন যে ২৪ জুন দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে চূড়ান্ত দিন ঠিক করা হবে। ওই সংবাদমাধ্যমের আরো দাবি যে এই নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন যে গেলে যাবে। কী আর করব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, পঞ্চায়েতের ফল প্রকাশের পরেই শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়েছিলেন যে মুর্শিদাবাদে কংগ্রেসকে একেবারে নিশ্চিহ্ন করে দেবেন । পাশাপাশি অধীর চৌধুরীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছিলেন, অধীর চৌধুরীর পাশে কেউ থাকবে না। কংগ্রেস বলেই কেউ থাকবে না মুর্শিদাবাদ জেলায়। এবার কি সেটাই সত্যি হতে যাচ্ছে এখন দেখার সেটাই। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!