এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিধায়ক খুনে ধৃতের বাড়ি ভাংচুর স্থানীয়দের, দাবি- মিলেছে বিজেপি যোগের প্রমান

বিধায়ক খুনে ধৃতের বাড়ি ভাংচুর স্থানীয়দের, দাবি- মিলেছে বিজেপি যোগের প্রমান


সরস্বতী পুজোর দিন খুন হয়েছেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। তা নিয়ে এখনো রাজ্য রাজনীতি উত্তপ্ত। আর এই নিয়ে পুলিশ সুজিত মণ্ডলকে গ্রেফতার করেছে।

বিভিন্ন সংবামাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জেরায় কেন সত্যজিৎকে খুন করা হল তা নিয়ে সুজিত মন্ডলকে প্রশ্ন করেন গোয়েন্দারা। আর এর উত্তরেই একাধিক তথ্য গোয়েন্দাদের দেন সুজিত মন্ডল বলে জানা গেছে। জেরায় ধৃত জানিয়েছে, সত্যজিৎ বিশ্বাস খুনে আর এক অভিযুক্ত পলাতক অভিজিৎ পুন্ডারী স্থানীয় একটি কলেজের ছাত্র সংসদের সাথে যুক্ত থাকায় সেই কলেজের সমস্ত ভর্তি প্রক্রিয়া সেইই দেখত।

এমনকি ছাত্র ভর্তি করে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ারও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর এই নিয়েই নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের সঙ্গে সেই মূল অভিযুক্ত অভিজিৎ পুন্ডারীর প্রায় দুই বছর আগে প্রবল বচসা বাঁধে বলে জানা গেছে।

আর এরপরই সত্যজিৎ বিশ্বাসকে শেষ করে দেওয়ার জন্য সুজিত মন্ডলকে দলে নিয়ে নানা পরিকল্পনা করে সেই অভিজিৎ পুন্ডারী। তবে শুধু ছাত্র ভর্তিতে অনিয়ম নিয়েই অভিজিৎ পুন্ডারীর সঙ্গে নিহত বিধায়কের তিক্ত সম্পর্ক নয়, এলাকায় গরু পাচারকারীদের বিভিন্ন রকম সুবিধা পাওয়ার পাইয়ে দেওয়ার জন্য নিজের পকেটের টাকা ঢোকানো যাতে বন্ধ হয় সেজন্যও অভিজিৎ পুন্ডারীর পথের কাঁটা হয়ে ছিলেন সেই সত্যজিৎ বিশ্বাস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই তৃণমূল বিধায়ককে শেষ করে দেওয়ার জন্য প্রায় ছয় মাস আগে ধৃত সুজিত মন্ডল এবং অভিজিৎ পুন্ডারী মিলে প্রায় ৬ হাজার টাকা দিয়ে একটি আগ্নেয়াস্ত্র কেনে বলে জেরায় জানিয়েছে সেই সুজিত মন্ডল। আর তখন থেকেই নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস কখন কোথায় যেত তা সব সময় নজর রাখত সেই সত্যজিৎ বিশ্বাস খুনে মূল দুই অভিযুক্ত।

বার দুয়েক সত্যজিৎ বিশ্বাসকে পয়েন্ট করেও নানা লোক থাকায় নিজেদের লক্ষ্য থেকে সরে আসে সুজিত মন্ডল এবং অভিজিৎ পুন্ডারী। অবশেষে বাগদেবীর আরাধনার দিন সুযোগ পেতেই সত্যজিৎ বিশ্বাসকে একা পেয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে কৃষ্ণগঞ্জের নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে ধৃত সুজিত মন্ডল। তবে এখনও পর্যন্ত আর এক অভিযুক্ত অভিজিৎ পুন্ডারী পলাতক হিসেবেই রয়েছেন।

এদিকে এই নিয়ে ধৃত সুজিত মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালাল স্থানীয় বাসিন্দারা। তার বাড়ি থেকে বেশ কিছু কাগজ, RSS ও BJP-র কিছু লিফলেট, একটি ভোজালি পায় স্থানীয়রা।স্থানীয়রা সেইসব জিনিসপত্র পুলিশের হাতে তুলে দেয়। পরে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া তাঁর পরিবার থেকেও নাকি দাবি করা হয়েছে যে তিনি বিজেপির সাথে যুক্ত ছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!