এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের বিধায়কদের ভাতা বৃদ্ধির প্রস্তাব! কেন রোজ রোজ বাড়ছে ভাতা! চাঞ্চল্য সর্বত্র

ফের বিধায়কদের ভাতা বৃদ্ধির প্রস্তাব! কেন রোজ রোজ বাড়ছে ভাতা! চাঞ্চল্য সর্বত্র

কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং পঞ্চায়েত সদস্যদের ভাতার পরিমাণ বৃদ্ধি হয়েছে। বিধানসভার এন্টাইটেলমেন্ট কমিটিতে ভাতা বৃদ্ধি নিয়ে বিধায়করা দাবি জানালে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে বিধায়কদের দৈনিক ভাতার পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা এবং মন্ত্রীদের দৈনিক ভাতার পরিমাণ দুই হাজার টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়।

শুধু তাই নয়, সম্প্রতি জেলা পরিষদের সদস্যদের নিয়ে বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত সদস্যদেরও ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে সরকার। আর এবার রাজ্যের প্রাক্তন বিধায়কদেরও ভাতা বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য। বস্তুত, বর্তমানে প্রাক্তন বিধায়ক 6 হাজার টাকা চিকিৎসাবাবদ তাদের খরচ পান। আর সেই ভাতাই 2000 টাকা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে প্রাক্তন বিধায়কদের ক্ষেত্রে সর্বাধিক পেনশনের পরিমাণ 12000 টাকা এবং চিকিৎসা বাবদ মিলিয়ে তারা মোট 18 হাজার টাকা পান। এক্ষেত্রেও ভাতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, প্রাক্তন বিধায়কদের মধ্যে যারা 80 বছরে পা রেখেছেন, তারা এটেনডেন্ট বা আয়া যাতে রাখতে পারেন সেই আলোচনাও হয়েছে। তবে এই সমস্ত কিছুর ব্যাপারে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, খুব তাড়াতাড়ি এই ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। এদিন এই প্রসঙ্গে বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, “বয়স্ক, পুরনো ও প্রাক্তন বিধায়কদের দিকে দৃষ্টি দেওয়া দরকার। তাদের সুযোগ সুবিধা আরও বাড়ানো দরকার।”

অন্যদিকে কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, “বেতন-ভাতা মন্ত্রী বিধায়কদের ক্ষেত্রে সমান হওয়া উচিত। আর প্রাক্তন বিধায়কদের বিষয়টিও সরকারের গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

অন্যদিকে এই প্রসঙ্গে রাজ্যের এক মন্ত্রী বলেন, “আলোচনা হয়েছে। তবে সরকার এখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।” সব মিলে এখন প্রাক্তন বিধায়কদের ব্যাপারে সরকার কবে এই সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!