এখন পড়ছেন
হোম > রাজ্য > দলীয় পরিবর্তন সেরেই এবার ব্লক-অফিসারদের বদলিতে মন দিলেন মমতা, বাড়ছে জল্পনা

দলীয় পরিবর্তন সেরেই এবার ব্লক-অফিসারদের বদলিতে মন দিলেন মমতা, বাড়ছে জল্পনা

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শাসকদল হিসাবে তৃনমূল তাদের জয়ের ধারা অব্যাহত রাখলেও বেশ কয়েকটি জায়গায় বিশেষত জঙ্গলমহলের জেলাগুলিতে গেরুয়া শিবিরের ভালো ফল কার্যত ঘুম কেড়ে নিয়েছে তাঁদের। দলের এইরকম ফলাফলে রুষ্ট শীর্ষনেতৃত্ব বেশ কদিন আগে সেখানকার নেতৃত্বের রদবদল ঘটিয়েছে। তবে এবার শুধু দলের ক্ষেত্রে নয়, সেই এলাকাগুলির প্রশাসনিক আধিকারিকদের ওপরও কোপ পড়ল শাসকের তরফে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে, গত মঙ্গলবার নবান্নের তরফে জঙ্গলমহলের ঝাড়গ্রামের আটটি ব্লকের বিডিওকে এবং বীরভূমের এক বিডিওকে বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। তবে কি এই অঞ্চলগুলিতে শাসকদলের খারাপ ফলাফলের জন্যই বিডিওদের এই বদলি! নবান্ন অবশ্য এই দাবি মানতে নারাজ। বদলির কারন হিসাবে তাঁরা বলছে, এইসব অঞ্চলগুলিতে সরকারের উন্নয়নমূলক পরিষেবা মানুষের কাছে পৌছে দিতে পারেননি এই আধিকারিকেরা। তাই এই বদলি।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে এত সবের মধ্যেও রাজনৈতিক মহল নিশ্চিত যে, এই বদল শুধুমাত্রই এই অঞ্চলগুলিতে তৃনমূলের খারৃপ ফলাফলের জন্য। যেখানে এই জঙ্গলমহলে তৃনমূলের ভোট 56% থেকে কমে দাড়িয়েছে 47%। সেখানে বিজেপির ভোট বেড়েছে 14% থেকে 38%। আর এতেই প্রথম ধাপে দলীয় স্তরে রদবদল করে এবার সরকারী আমলাদের ক্ষেত্রেও বদলের ঘন্টা বাজিয়ে দিল নবান্ন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!