এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কখন ফিরবে বিদ্যুৎ পরিষেবা,মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা?কি বললেন বিদ্যুৎমন্ত্রী, জেনে নিন

কখন ফিরবে বিদ্যুৎ পরিষেবা,মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা?কি বললেন বিদ্যুৎমন্ত্রী, জেনে নিন


ঘূর্ণিঝড় আমফান লন্ডভন্ড করে দিয়েছে চারিদিক। এর থেকে কবে আমজনতা আবার স্বাভাবিক জীবনে ফিরবে তা নিয়ে সঠিকভাবে কেঊই কিছুই বলতে পারছে না। আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ও মুখমন্ত্রী একসাথেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন।

এদিকে জানা যাচ্ছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিপর্যস্ত।সর্বত্র বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা সাথেই মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা। কখন ফিরবে এই নিয়ে আশার আলো দেখতে পারলেন না স্বয়ং রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও।যদিও এদিন তিনি দাবি করলেন, সাধারণ মানুষের সুবিধার জন্য বিপর্যস্ত জেলাগুলিতে দ্রুত কাজ চলছে।

বিদ্যুৎ বণ্টন সংস্থা সূত্রে খবর, বিদ্যুতের লাইনে অসংখ্য গাছ পড়েছে। উপড়েছে বহু টাওয়ার, বিদ্যুতের খুঁটি। বসে গিয়েছে অসংখ্য সাবস্টেশন। ছিঁড়েছে হাই-টেনশন ও লো-টেনশন তার। এমনকী একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট পরিষেবাও। ফলেই সেসব যত তারাটিইই সরানো হোক না কেন? তাতেও সময় লাগবে অনেকটাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বিষয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘বাংলার গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে আমরা দ্রুত কাজ করতে পারছি। রিপোর্ট ভালো আসছে। অন্যান্য সময় এই ধরনের সমস্যা হলে অভিযোগে আমার মাথার চুল উঠে যায়। কিন্তু এবার বরং ভালো রিপোর্ট পাচ্ছি। পশ্চিম মেদিনীপুর ও অন্যান্য জেলা থেকে খুব ভালো খবর আসছে।’

কলকাতা বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘কলকাতার বিষয় আলাদা। কলকাতার অবস্থা ততটা ভালো নয়। কারণ, কলকাতায় তার লাগানোর লোক ও গাছ কাটার লোক আলাদা। কিন্তু জেলায় একসঙ্গেই কাজ করছে। জেলাগুলোতে দ্রুততার সঙ্গে ঠিক করার চেষ্টা চলছে । তবে সময়টা এখনিই নির্দিষ্ট করে বলা যাবে না।’

কেন এত সমস্যা ,তা নিয়েও রদিন তিনি জানান যে, ‘মোবাইল নেটওয়ার্ক প্রায় সর্বত্র বিচ্ছিন্ন। বিদ্যুৎ-কর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। বণ্টন সংস্থার আধিকারিকেরাও রিপোর্ট দিতে পারছেন না। রাজ্য জুড়ে বিদ্যুৎ দফতরের প্রতিটি কর্মী প্রবল প্রতিকূলতার মধ্যে কাজ করছে। বেশ কিছু জায়গায় পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়েছে। বাকি অংশেও তা দ্রুত স্বাভাবিক করার কাজ চলছে।’

ফলে আপাতত এখনো অন্ধকারেই কাটাতে হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার মানুষকে। তবে এদিন বিদ্যুৎমন্ত্রী জানান যে, সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সব ঠিক করে দেওয়ার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!