এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > দামি মোবাইল চুরি উদ্ধারে বড়সড় সাফল্য বীরভূম পুলিশের, চুরির সংখ্যা শুনে চোখ কপালে

দামি মোবাইল চুরি উদ্ধারে বড়সড় সাফল্য বীরভূম পুলিশের, চুরির সংখ্যা শুনে চোখ কপালে


ইচ্ছে করলে চুরি যাওয়া মোবাইল ফোন সহজেই উদ্ধার করতে পারে পুলিশ। সেটাই আরো একবার প্রমান করলেন বীরভূম জেলার পুলিশ প্রশাসন। গত এক মাসে চুরি ও হারিয়ে যাওয়া 53 টি দামি মোবাইল উদ্ধার করে রীতি মতো তাক লাগিয়ে লাগিয়ে দিয়েছেন বীরভূমের দুই অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল ও অম্লানকুমার ঘোষের নেতৃত্বে গঠিত এক বিশেষ টিম। বুধবার জেলার পুলিশ সুপার কুনাল আগরওয়াল নিজের অফিস থেকে এই মোবাইলগুলি মালিকদের হাতে তুলে দেন। এ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার বলেন, “থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জেলার বিভিন্ন জায়গা থেকে এই মোবাইল গুলি উদ্ধার করা হয়েছে। আগামী দিনেও এই অভিযান চলবে।”

প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ – Priyo Bandhu Bengali

—————————————————————————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে নিজেদের মোবাইল ফেরত পেয়ে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেকেই। নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে সামসুন্নেহার খাতুন বলেন, “সিউড়ি থানার সামনে থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। ফিরে পাব ভাবিনি।” এই বীরভূমে বিভিন্ন সময় মোবাইল চুরি যাওয়ায় পুলিশে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। তাই আশাও ছেড়ে দিয়েছিলেন আনেকে। কিন্তু পুলিশ প্রশাসনের উদ্যোগে নিজেদের হারানো মোবাইল ফেরত পেয়ে আশার আলো দেখছেন সকলে। তাই অনেকে বলছেন, “সত্যি, পুলিশই পারে অসম্ভবকে সম্ভব করতে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!