এখন পড়ছেন
হোম > অন্যান্য > মোবাইলের রেডিয়েশন কমাবে এবার গোবর দিয়ে তৈরি একটি চিপ, দাবি ঘিরে জোর চাঞ্চল্য !

মোবাইলের রেডিয়েশন কমাবে এবার গোবর দিয়ে তৈরি একটি চিপ, দাবি ঘিরে জোর চাঞ্চল্য !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিপূর্বে গোবর, গোমূত্র ব্যবহার করে করোনা সংক্রমণ রোধ করা যাবে এমন দাবি করা হয়েছিল। এবার গোবর দিয়ে তৈরি একটি চিপ মোবাইল হ্যান্ডসেটের রেডিয়েশন কমাবে ও সেইসঙ্গে মোবাইল ব্যবহার কারীকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করবে এমন দাবি উঠে এলো। গোবর দিয়ে তৈরী একটি অভিনব চিপ সম্পর্কে একথাই জানালেন আজ মঙ্গলবার রাষ্ট্রীয় কামধেনু আয়োগের সভাপতি বল্লভভাই কাথিরিয়া।

প্রসঙ্গত গতবছর দেশে গরুদের সুরক্ষা ও দেশে গরুদের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ গঠন করা হয়েছিল। বল্লভভাই কাথিরিয়া যার সভাপতি। আজ রাষ্ট্রীয় কামধেনু আয়োগ এর সভাপতি বল্লভভাই কাথিরিয়া ‘কামধেনু দীপাবলী অভিযান’ নামে একটি নতুন প্রকল্পের সূচনা করেছেন। দেশে গোবর নির্মিত বিভিন্ন পণ্যের ব্যবহার বৃদ্ধি করার উদ্দেশ্য এই কর্মসূচি পালন করা হলো। এই কর্মসূচিতে দেশবাসীর কাছে আবেদন জানালেন তিনি, আগামী দীপাবলিতে চীনের তৈরী দীপ বর্জন করতে।

এই কর্মসূচিতেই তিনি গোবর দ্বারা নির্মিত গৌস্তব কবচ এর কথা জানালেন।যা রাজস্থানের শ্রীজী গোশালায় নির্মিত। এই চিপ সম্পর্কে তাঁর দাবি, ” গোবর সকলকেই রক্ষা করতে পারে। একথা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। গোবর দিয়ে তৈরি রেডিয়েশন চিপ রেডিয়েশন কমাতে পারে। তা অনেক রোগ থেকে রক্ষা করতে পারে।”

ইতিপূর্বে, গত মার্চ মাসে করোনার সংক্রমণ শুরু হলে অসমের বিজেপি বিধায়ক বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া করোনা থেকে মুক্তির উপায় হিসেবে গোমূত্র, গোবর ব্যবহারের কথা জানিয়ে ছিলেন। এ প্রসঙ্গে তাঁর দাবি ছিল, ” আমরা জানি, গোমূত্র খুব উপকারী জিনিস। কোথাও গোমূত্র ছড়িয়ে দিলে সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। আমি মনে করি করোনাভাইরাস রুখতেও গোমূত্র ও গোবর কার্যকরী হতে পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত রাখি পূর্ণিমায় তেলেঙ্গানায় বিক্রি হল করোনা রাখি। যে রাখি গোবর দিয়ে তৈরি করা হয়েছিল। এই করোনা রাখির বিক্রেতা আকাশ সংবাদ সংস্থা এএনআইকে এ প্রসঙ্গে জানালেন যে, চলতি বছরে করোনা সংক্রমনের কারণে রাখির বিক্রি যথেষ্টভাবে কমে গেছে। এজন্যই তিনি চেয়েছিলেন যে, নতুন একটা কিছু করতে যা ক্রেতাদের আকর্ষণ করতে পারবে। এজন্যই তিনি এ বছর গোবর দিয়ে রাখি তৈরি করেছেন। যার নাম তিনি রেখেছেন করোনা রাখি। অনেকেই তাঁর এই পছন্দ করেছেন ও কিনেছেন।

আবার করোনা সংক্রমণ শুরু হলে দিল্লিতে করোনা মুক্ত সংক্রমণ রুখতে হিন্দু মহাসভা গোমূত্র পার্টির আয়োজন করেছিল। যেখানে জলের গ্লাসে করে গোমূত্র পান করতে দেখা গিয়েছিল বিভিন্ন মানুষকে। যে ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল মূহ্র্তের মধ্যে।

আবার ডানকুনিতে গোবর, গোমূত্র বিক্রি করতে দেখা যায় শেখ মাহমুদ আলি নামে এক ব্যবসায়ীকে। যিনি দাবি করেছিলেন যে, গোমূত্র সেবন করলে ও গোবর গায়ে মাখলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। তার দোকানের সামনে বেশকিছু মানুষ ভিড় করেছিলেন। অনেকে গোমূত্র দেখতে এসেছিলেন, কেউ কিনেও ছিলেন। দিনের আলোয় সকলের সামনে এরকম লোক ঠকানো কারবারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার করে নিয়ে যায় ব্যবসায়ী শেখ মাহমুদ আলিকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!