এখন পড়ছেন
হোম > জাতীয় > গ্রামীন ভোটে নামতে চলেছে বড়সড় ধ্বস?চিন্তা বাড়ছে মোদী-শাহ জুটির

গ্রামীন ভোটে নামতে চলেছে বড়সড় ধ্বস?চিন্তা বাড়ছে মোদী-শাহ জুটির


2014 তে দেশে বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকারকে বিপুল ভোটে সমর্থন করেছিলেন গ্রামের মানুষেরাই।কিন্তু  ক্ষমতায় আসার পর মোদী সরকারের একের পর এক সিদ্ধান্তে প্রায় হাসফাস ওঠার জোগাড় মধ্যবিত্তের।সূত্রে খবর,নোট বাতিল থেকে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মোদী সরকারের ওপর কিছুটা হলেও হতাশ আমজনতা।আর এতেই 2019 র আগে প্রবল ভাবে ভাটার মুখে বিজেপির জনপ্রিয়তা।কৃষি বিশেষজ্ঞ বা সমীক্ষাবিদদের মতে,এর প্রত্যক্ষ প্রভাব পড়বে 2019 এর ভোটবাক্সে।সূত্র মারফত জানা গেছে,মোদীর জনপ্রিয়তা নিয়ে সম্প্রতি সারা দেশে একটি সমীক্ষাও করা হয়েছিল।তাতে দেখা গেছে, 47 শতাংশ দেশের কৃষক ভোটার যারা গতবার মোদীকে সমর্থন করলেও 2019 এ তারা আর ভোট দেবেন না বিজেপিকে।আর এতেই চরম চিন্তার ভাজ গেরুয়া শিবিরের।দেখা গেছে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নয়নের দাবি করলেও বাস্তবে সমীক্ষায় তার সরকার এই ব্যাপারে ডাহা ফেল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সমীক্ষায় উঠে এসেছে 2019 এ কত আসন পাবে বিজেপি! দেখা গেছে,দেশের 543 টি লোকসভা আসনের মধ্যে পুরো এনডিএ জোট পেতে পারে 274 টি আসন।রাজনৈতিক অঙ্ক বলছে,2014 সালেথেকে তাহলে 49 টি আসন কম পেতে পারে বিজেপি।আর অপরদিকে ইউপিএ জোট পাবে 164 টি আসন।অর্থ্যাৎ সমীক্ষা ঠিকঠাক থাকলে 2014 র তুলনায় 100 টি আসন বেশি পাচ্ছে এই বিরোধী জোট।যদিও এব্যাপারে গুরুত্ব দিতে নারাজ  বিজেপি। গেরুয়া শিবিরের মতে,2019 এর লোকসভায় ফের তারাই ক্ষমতায় আসবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,সমীক্ষা অনুযায়ী 2019 এর পথ বিজেপি র কাছে খুব একটা মসৃন নয়,তবে ঠিক কি হবে নির্বাচনে তার জন্যে সবাইকে অপেক্ষা করতে ব্যালটবক্স খোলা পর্যন্ত।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!