এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বয়ং নরেন্দ্র মোদির হাত থেকে বড়সড় পুরস্কার পেতে চলেছে বাংলার একাধিক গ্রাম পঞ্চায়েত-পরিষদ

স্বয়ং নরেন্দ্র মোদির হাত থেকে বড়সড় পুরস্কার পেতে চলেছে বাংলার একাধিক গ্রাম পঞ্চায়েত-পরিষদ

2018 সালে বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপি-তৃণমূল দ্বৈরথ লক্ষ্য করা গেছে। তারপরে গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ব্যাপক উত্থান- হয়েছে বিজেপির। 18 টি আসন লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্য রাজনীতির পেক্ষাপটে এখন বিজেপি তৃণমূল তরজা চরমে।

রাজ্য সরকারে তৃণমূল আর কেন্দ্র সরকারে বিজেপি থাকার কারণে এই দ্বন্দ্ব কেন্দ্র বনাম রাজ্যের দ্বন্দ্বে পরিণত হয়েছে। রাজ্যের একাধিক কর্মসূচি নিয়ে যেমন বিরোধী দল ভারতীয় জনতা পার্টি প্রশ্ন তুলেছে, তেমনই কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সব কিছুর মাঝেও গ্রাম উন্নয়নের ক্ষেত্রে ভালো কাজ করার জন্য চারটি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হচ্ছে। তার মধ্যে দুটি পঞ্চায়েত সমিতি এবং বীরভূমের জেলা পরিষদকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে রাজ্যের পঞ্চায়েত দপ্তরেরকে চিঠি মারফত জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 23 অক্টোবর দিল্লিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার দেওয়া হবে। উল্লেখিত,ওই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ জানাচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে শুধু পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের অনেক প্রান্তের গ্রাম পঞ্চায়েত নিজেদের অসামান্য কাজের জন্য এবং পঞ্চায়েতি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কেন্দ্র সরকারের বিশেষ পুরস্কার পেতে চলেছে। সূত্র মারফত আরও জানা গেছে, এই পুরস্কারের জন্য পশ্চিমবঙ্গ থেকে মোট দেড় হাজার গ্রাম পঞ্চায়েতের নাম কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল। সেই নামের মধ্যে থেকে মোট 18 টি নাম চূড়ান্ত করেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু নাম চূড়ান্ত করাই নয়, কেন্দ্র সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তিনটি পর্যায়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলির, পঞ্চায়েত সমিতিগুলির এবং জেলা পরিষদগুলির কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ আধিকারিক পাঠানো হয়। এর পরেই পূর্ব বর্ধমান পূর্বস্থলী 1 নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েত, বীরভূম জেলার ইলামবাজার ব্লকের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের পুরস্কার পাচ্ছেন বলে জানা যায়।

রাজস্ব আদায়ের ক্ষেত্রে অসামান্য কাজ করার জন্য ইলামবাজার গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হচ্ছে। এছাড়াও শিশুদের জন্য পরিবেশগত দিক থেকে ভালো কাজ করার জন্য চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড পাচ্ছে উত্তর 24 পরগনা সন্দেশখালি 1 নম্বর ব্লকের সরবেড়িয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে আবার দুটি পঞ্চায়েত সমিতিকে কেন্দ্র সরকার থেকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। বাঁকুড়া জয়পুর পঞ্চায়েত সমিতি এবং জলপাইগুড়ি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি।

তবে শুধু পুরস্কারে পুরস্কৃত হচ্ছে তাই নয়, ভালো কাজ করার জন্য বীরভূম জেলা পরিষদ কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের তরফ থেকে বিশেষ পুরস্কার কোনো ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত নিয়ে উন্নয়ন পরিকাঠামো পরিকল্পনা ইত্যাদি উন্নততর করার জন্য গড়বেতা 2 নম্বর ব্লকের সারবোঠ গ্রাম পঞ্চায়েত নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভার পুরস্কার পাবে কেন্দ্র সরকারের তরফ থেকে। তাই এতগুলি পঞ্চায়েত পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের পুরস্কার প্রাপকের তালিকায় থাকায় স্বভাবতই খুশি রাজ্যের পঞ্চায়েত দপ্তর।

এদিন এই প্রসঙ্গে পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক জানান, কেন্দ্রীয় সরকারের এই পুরস্কার প্রমাণ করে দিচ্ছে যে, রাজ্য নিজেদের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে। গ্রামীণ এলাকায় সামগ্রিক উন্নয়নের কাজ চলছে। এসব প্রকল্পে কেন্দ্রীয় সরকার 60% করে টাকা দেয়, তা সঠিকভাবে খরচ করা হয়। এই সব দিক খতিয়ে দেখেই কেন্দ্রীয় সরকারি পুরস্কার দেয়।

জানা যাচ্ছে, সরকারের তরফ থেকে পুরস্কার হিসেবে জেলা পরিষদ পাবে 50 লক্ষ টাকা, পঞ্চায়েত সমিতি পাবে 25 লক্ষ টাকা এবং গ্রাম পঞ্চায়েত পাবে 15 লক্ষ টাকা। কিন্তু এই সমস্ত টাকায় পঞ্চায়েত এলাকায় উন্নয়নের জন্য তাদেরকে দেওয়া হবে। তবে যখন কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রের শাসকদল এবং রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি নীতিহীনতার জন্য তৃণমূল কংগ্রেসকে বারবার প্রশ্নবিদ্ধ করছেন, সেই সময় বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের এতগুলি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের পুরস্কার পাওয়া একটি বিশাল ব্যাপার বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে ভালো কাজের জন্য যখন পশ্চিমবঙ্গ বিশেষ পুরস্কারে পুরস্কৃত হচ্ছে, তখন নিঃসন্দেহে সেটাকে গর্বের বিষয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!