এখন পড়ছেন
হোম > জাতীয় > দিদি এই রাজ্য আপনার বা আপনার ভাইপোর সম্পত্তি নয় – তীব্র আক্রমণ মোদির

দিদি এই রাজ্য আপনার বা আপনার ভাইপোর সম্পত্তি নয় – তীব্র আক্রমণ মোদির


সপ্তম তথা শেষ দফার প্রচারে বাংলায় এসে একদিকে যেমন গেরুয়া ঝড় তুললেন তিনি, ঠিক তেমনই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটিকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, এদিন দমদমের নির্বাচনী সভা থেকে রাজ্যের বিভিন্ন ঘটনাবলীর কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন নরেন্দ্র মোদি। তৃণমূল নেত্রীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “দিদি নিজেকে সুপ্রিমো মনে করেন, কিন্তু বাংলার মানুষই আসল সুপ্রিমো। এই রাজ্য ওনার কিম্বা ওনার ভাইপোর সম্পত্তি নয়। বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অহংকার থেকে রক্ষা করতে সাংবিধানিকভাবে যা করতে হয় তাই করা হবে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূলে এখন “পিসি- ভাইপোরাজ” চলছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে বিরোধীরা। আর তাই এদিন বাংলায় এসে শেষ দফার নির্বাচনী প্রচার থেকে পিসি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তথা বিরোধী মহাজোটের নেতা-নেত্রীদের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বা কেন্দ্রের ক্ষমতা দখলের স্বপ্নেও জল ঢেলে দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “দিল্লিতে খেলা চলছে। কেউ চারটা, কেউ দশটা, কেউ 30 টা আসন নিয়ে প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী কে হবে তা ষষ্ঠদফাতেই পরিষ্কার হয়ে গেছে। আসলে বিরোধী নেতারা বুঝে গিয়েছেন যে 23 মের পর তাদের কি পরিমান আসতে চলেছে! পশ্চিমবঙ্গই বিজেপিকে 300 আসন পেতে সাহায্য করবে।”

অন্যদিকে দেশের বীর সেনানীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যেরও এদিন কঠোরভাবে সমালোচনা করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, “দিদি আপনার স্বপ্ন দেখার স্বাধীনতা আছে। আপনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন। কিন্তু দেশের বীর সেনাদের সম্মান করা জানতে হয়। দেশের শত্রুদের সুবিধা হয় এমন কথা বলা উচিত কিনা শিখতে হয়।”

অন্যদিকে সম্প্রতি একাধিক নির্বাচনী সভা থেকে কেন্দ্রীয় বাহিনীর সম্পর্কে আক্রমণ করতে দেখা গেছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের পাল্টা তৃণমূল নেত্রীকে খোঁচা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনীর ওপর এত রাগ কেন! কেন্দ্রীয় বাহিনী না থাকলে তো উনি মুখ্যমন্ত্রীর পদে বসতে পারতেন না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শেষ দফার প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একপ্রকার নজিরবিহীন আক্রমণ করে গেলেন। যা শেষ দফার ভোটে বিজেপির পালে অনেকটাই হাওয়া দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!