এখন পড়ছেন
হোম > জাতীয় > আর্থিক বৃদ্ধিতে কোথায় দাঁড়িয়ে মোদী সরকার? সত্যিটা জানলে চমকে যাবেন!

আর্থিক বৃদ্ধিতে কোথায় দাঁড়িয়ে মোদী সরকার? সত্যিটা জানলে চমকে যাবেন!


বিজেপি সরকার সবসময়েই দাবি করে আর্থিক উন্নয়নে পূর্ববর্তী সরকারের থেকে সর্বক্ষেত্রে তারা এগিয়ে। কিন্তু সরকারী নথি অন্য তথ্য ব্যাখ্যা করছে। প্রসঙ্গত এই মুহূর্তে ভারত বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি দেশ। যদিও এই অবস্থা নরেন্দ্র মোদী সরকারের আমলেই যে হয়েছে এমন নয়।

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার বেশিরভাগটাই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে সূচিত হয়েছে। আর্থিক উন্নয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে আর্থিক বৃদ্ধিতে দেশ বেশ কয়েক ধাপ এগিয়ে ছিলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

বর্তমান সরকাররেই তথ্য ও পরিকল্পনা মন্ত্রক সূত্রে পাওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে ২০০৬-২০০৭ অর্থ বর্ষে ইউপিএ-১ জোট সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জমানায় দেশের জিডিপির সর্বোচ্চ হার সর্বোচ্চ ১০.০৮ স্পর্শ করেছিলো। যা এখনও পর্যন্ত সর্বাধিক। অন্যদিকে নরেন্দ্র মোদীর রাজত্বকালে ডিজিপির সর্বোচ্চ হার ৮.১ শতাংশ। প্রসঙ্গত উল্লেখ্য ইউপিএ-১ সরকারের সময়কালে গড় আর্থিক বৃদ্ধির হার ছিলো ৮.৩৬ যা ইউপিএ-২ এর সময়কালে কিছুটা হ্রাস পেয়ে হয় ৭.৬৮। তুলনামূলক বিচারে বর্তমান সরকারের আমলে তা আরও হ্রাস পেয়ে ৭.৩৫ শতাংশে এসে দাঁড়িয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!