এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রাক্তন নেতার হাত ধরে মোদী জামানার সবথেকে বড় দুর্নীতি ফাঁস হচ্ছে খোদ কলকাতা থেকে?

প্রাক্তন নেতার হাত ধরে মোদী জামানার সবথেকে বড় দুর্নীতি ফাঁস হচ্ছে খোদ কলকাতা থেকে?


পশ্চিমবঙ্গ থেকে ফাঁস হতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকারের আমলের সব থেকে বড় দুর্নীতি কাণ্ড। শিবসেনার নেতা অশোক সরকার এদিন পুলিশের কাছে উপযুক্ত নথি সহ অভিযোগ দায়ের করার পরে এমনটাই জানালেন।   বিজেপি-র রাজ্যস্তরের একাধিক নেতার বিরুদ্ধে বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ পত্রে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের একাধিক প্রচারকের নাম রয়েছে বলেও জানা যাচ্ছে।

রাজ্যে শিবসেনার সাধারণ সম্পাদক তথা মুখপাত্র অশোক সরকারের অভিযোগ পত্রের বয়ান অনুসারে জানা যাচ্ছে, পেট্রোল পাম্প এবং গ্যাসের ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য  রাজ্যের বিজেপি নেতারা বিশাল অঙ্কের টাকা তুলছে রাজ্যের বিজেপি কর্মীদের থেকে । তাঁর মতে এই দুর্নীতি কাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় এবং রাজ্যস্তরের অনেক নেতারা। একই সাথে বিদ্যুৎ এবং জলধর নামক জনৈক দুই আরএসএস কর্মীও এই ঘটনায় সমানভাবে জড়ুয়ে আছে বলে দাবি করেছেন শিবিসেনা দলের সাধারণ সম্পাদক। উল্লেখ্য অভিযুক্ত এই দুই ব্যক্তি সংঘের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রান্তিক প্রচারক।

এই দুর্নীতি কাণ্ড কীভাবে পরিচালিত হয়েছে তার ব্যাখ্যা দিয়ে অশোক বাবু বললেন, রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে ,তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার তরফে  গ্যাসের ডিলারশিপের জন্য বিভিন্ন জেলায় ভাগ করে ২৩৫ টি অনুরোধপত্র চাওয়া হয়। রাজ্যের বহু বিজেপি কর্মী ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন। বিজেপি রাজ্য নেতারা ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য কর্মীদের থেকে কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন। এরপরে ও প্রতিশ্রুতি অনুযায়ী পেট্রোল পাম্প বা গ্যাসের ডিলারশিপ কিছুই পাওয়া যায়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

অশোক সরকারের অভিযোগ অনুসারে, মাত্র ১৪৯ জন ডিলারশিপ পেয়েছেন। বাকি টাকা রাজ্যের বিজেপি নেতারা হস্তগত করেছে। নিজের মত প্রকাশ করে এদিন অশোক বাবু বললেন, “মোদী সরকারের চার বছর সময়ের মধ্যে এটাই সম্ভবত সবথেকে বড় দুর্নীতি। যা খুব শীঘ্রই ফাঁস হতে চলেছে।” তাঁর মতে এই রাজ্যের বাইরে এই দুর্নীতি চক্রের বিস্তার হয়েছে। তিনি বললেন, “বাংলার বাইরেও আমার মনে হয় অসম, ত্রিপুরা, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যেও এই ধরনের দুর্নীতি হয়েছে।”যদিও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্য বিজেপির তরফ থেকে। 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!