এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী বিরোধী অন্যতম বড় মুখ চান মমতা কংগ্রেস সিপিএমের হাত ধরুন

মোদী বিরোধী অন্যতম বড় মুখ চান মমতা কংগ্রেস সিপিএমের হাত ধরুন


লোকসভা নির্বাচনের জন্য ‘বিজেপি হটাও’ কর্মসূচির প্রস্তুতিপর্ব অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছে মোদী বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো আগে থেকেই বিজেপি বিরোধী ফ্রন্ট গঠনের ডাক দিয়ে রেখেছেন। রাহুল গান্ধীরও ইতিমধ্যে তৃণমূলের হাত ধরেই কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করার করার পরিকল্পনার কথা জানিয়েছেন। বিজেপি বিরোধী মহাজোট গঠন করার লক্ষ্যে উত্তেজনা কিছু কম নেই মমতা-রাহুল শিবিরে। এবার সেই উত্তেজনাকেই আরো একটু উস্কে দিয়ে ভোটযুদ্ধে মোদীজিকে রুখতে নয়া তত্ত্ব সামনে আনলেন জিগনেশ মেওয়ানি। কট্টর মোদী বিরোধী গুজরাতের এই বিধায়ক বীরভূমের সিউড়িতে এসেছিলেন এদিন। সেখানেই বিজেপি বিরোধী ঝড়কে আরো একটু চাঙ্গা করে দিয়ে গেলেন তিনি।

উল্লেখ্য,এদিন বীরভূমের সিউড়িতে জেলাশাসক কার্যালয়ে তপসিলি জাতি,জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি ও সংখ্যালঘু যৌথমঞ্চের আহ্বানে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। সংগঠনের পক্ষ থেকে ২৭ দফা দাবী নিয়ে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয় এদিন। এই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন বিজেপি বিরোধীতার অন্যতম মুখ,জিগনেশ মেওয়ানি।

এই কর্মসূচিতে যোগ দিয়েই বিজেপির সমালোচনায় মুখর হলেন তিনি। সংখ্যালঘুদের আবেগকে হাতিয়ার করে মোদীসরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন,নরেন্দ্র মোদী কেন্দ্রে ফ্যাসিস্ট সরকার চালাচ্ছে। সাম্প্রদায়িকতা ও বিভেদের রাজনীতিকে উসকে দিচ্ছেন মোদীজি। গো-রক্ষার নাম করে সংখ্যালঘুদের পিটিয়ে মারা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিজেপি শাসিত ভারতবর্ষে আজ দলিতরা উপেক্ষিত এবং অত্যাচারিত। অন্যায় ভবে তাঁদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। সবক্ষেত্রের বঞ্চনার শিকার সংখ্যালঘুরা।

এরপর দেশের বেকার সমস্যাকে টার্গেট করেও এক হাত দিয়ে দিলেন তিনি বিজেপি সরকারকে। বললেন,কেন্দ্রের ক্ষমতায় এসে বছরে দু কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদীজি। তাঁর কথা অনু্যায়ী হিসাব করে দেখলে সাড়ে চার বছরে ৯ কোটি বেকারের চাকরি হওয়া উচিৎ। কিন্তু কোথায় সে কর্মসংস্থান? ন লাখ মানুষও চাকরি পায়নি মোদীজির শাসনে। এমনটাই দাবী করলেন বিজেপি বিরোধী বিধায়ক।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শুধু তাই নয়,রাফায়েল দুর্নীতিও মোদীজির হাত রয়েছে। অন্যায়ভাবে আম্বানি ভাইদের সঙ্গে রাফায়েল যুদ্ধবিমান চুক্তিতে সামিল করে কোটি কোটি টাকার কারচুপি করে দেশবাসীকে ঠকিয়েছেন মোদীজি। কারণ যেখানে ১০০-র বেশি যুদ্ধবিমান কেনার কথা ছিল,সেখানে দেশে এসেছে মাত্র ৩৬ টি বিমান। তাও কয়েকগুন বেশি টাকা দিয়ে। এভাবেই মোদীজির বিরুদ্ধে তোপ দাগলেন জিগনেশ মেওয়ানি। এর পাশাপাশি জিএসটি,নোটবন্দিকে ইস্যু করেও মোদীজিকে আক্রমণ করতে ভুললেন না গুজরাতের এই বিধায়ক। সঙ্গে ছিল পেট্রোপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির অস্ত্রও। এভাবে নানান ইস্যুতে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠার পর তিনি এটাও আশ্বাস দিয়ে যান,লোকসভা ভোটের আগ অব্দি তিনি দফায় দফায় বাংলায় বিজেপি বিরোধী সংগঠনের তদারক করতে আসবেন। মঞ্চ থেকেই কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে বাংলার মানুষকে এক ছাতার তলা এসে আক্রমণের বার্তা দিয়ে গেলেন তিনি। এদিন কট্টর মোদী বিরোধী এক নেতার বাংলায় এসে বিজেপি বিরোধীতাকে আরো চাঙ্গা করে দেওয়াটা লোকসভা ভোটের আগে বাংলা অবিজেপি রাজনৈতিক জোটে একটা বাড়তি মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!