এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী সরকার-মমতা সরকার-এর তুলনায় কি বললেন পার্থ

মোদী সরকার-মমতা সরকার-এর তুলনায় কি বললেন পার্থ


শনিবার কেন্দ্রের এনডিএ জোট সরকারের চার বছর পূর্তি’ র দিনে এই প্রথমবারের জন্যে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাজের গুন ও মান বিচার করলেন নম্বরের নিরিখে। জানা তাঁর বিচারে কেন্দ্রের বিজেপি শাসিত সরকার দশে তিন পেয়েছে। এদিন তিনি সাত বছরের রাজ্য সরকার এবং তিন বছরের কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের তুলনামূলক আলোচনা করে বললেন , ” চার বছরে মোদি সরকার কি করেছে মানুষ তা ভালমতোই জানে।১৫ লক্ষ টাকা করে ফেরত দেব, ১৫ পয়সাও দেয়নি। উলটে নোটবন্দির ক্ষেত্রে আমাদের গৃহবন্দি করে ফেলেছে। কয়েক হাজার কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। কর্মসংস্থান দেবেন বলেছিলেন, তার কিছু দেননি। আচ্ছে দিন আর আচ্ছে ছিল না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তা আরও কালো দিন হিসেবে দেশকে বিক্রি করার যে চেষ্টা চার বছরের কেন্দ্রীয় সরকার করেছে তাতে ভারতবাসী হিসেবে মাথা হেঁট হয়ে যায়। প্রবীণদের অবসরকালীন অর্থের সুদ কমবে, পিএফ-এর সুদ কমবে। অস্বাভাবিকভাবে পেট্রোপণ্যের দাম বাড়বে। কার সঙ্গে কার তুলনা? এও তুলনার মধ্যেই আসে না। এ দশে তিন পাবে না একটাই ভাল কাজ করেছেন যে, প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করেছেন নিজের ইমেজ তৈরি করতে।আর অন্যদিকে কর্মসংস্থান হল না। লোকের টাকাকে নিয়ে গেল। নিজের দলের তহবিল বড় হল। এবং ভারতবর্ষকে রক্ত নির্ভর সমাজ তৈরি করার পরিকল্পনা করেছে বিজেপি সরকার।” রাজ্য সরকার বর্তমানে কোন কোন ক্ষেত্রে কেন্দ্রের থেকে এগিয়ে তার উল্লেখ করে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতা বললেন, ” তৃণমূল সরকার পিছিয়ে থাকা রাজ্যকে সামনের দিকে এনেছে। সমস্ত ক্ষেত্রে যে পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, গ্রামীণ অর্থনীতি যেভাবে বেড়েছে, যেভাবে গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ এসেছে, তা এককথায় অকল্পনীয়। আমি অন্তত আমাদের সরকার বলে নয়, সাধারণ মানুষ হিসেবে এই স্বল্প পরিসর এবং তার সঙ্গে পিছনের ছ’দশকের যদি একটা সমীক্ষা করি, তাহলে এই রাজ্য সরকারকে আমি দশে দশই দেব।” পাশাপাশি এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে বললেন এখনও রাজ্যের যেসব জায়গায় উন্নয়ন পৌঁছায়নি উন্নয়ন দরকার বলে রাজ্যবাসী দাবি করছে সেকথার সত্যতা নিয়ে তাঁর যথেষ্ট সংশয় রয়েছে। তথাপি রাজ্য সরকার তাদের সেরা প্রচেষ্টার সহযোগে রাজ্যের উন্নয়ন করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!