এখন পড়ছেন
হোম > জাতীয় > দক্ষিণী দস্যুর প্রাণ নেওয়া ‘হিরোই’ এখন জঙ্গিদমনে নরেন্দ্র মোদীর বড় ভরসা

দক্ষিণী দস্যুর প্রাণ নেওয়া ‘হিরোই’ এখন জঙ্গিদমনে নরেন্দ্র মোদীর বড় ভরসা

ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গী দমনের উদ্দেশ্যে উত্তর এবং দক্ষিণ ভারতের মেলবন্ধন ঘটাতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। জানা যাচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যের রাজ্যপাল এনএন ভোরা ব্যক্তিগত  উপদেষ্টা হিসেবে প্রাক্তন আইপিএস অফিসার কে বিজয় কুমার’কে নিয়োগ করছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যিনি চন্দন দস্যু হত্যা এবং দান্তেওয়াড়ায় নকশাল বিরোধী অভিযানের নেপথ্যে ছিলেন। উল্লেখ্য গত মঙ্গলবার থেকে জম্মু-কাশ্মীর রাজ্যে রাজ্যপালের শাসন জারী  হয়েছে। এই পরিস্থিতিতে ১৯৭৫ ব্যাচের প্রাক্তন আইপিএস অফিসার বিজয় কুমারের নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

প্রসঙ্গতঃ জম্মু-কাশ্মীর রাজ্যে নিরাপত্তা ব্যবস্থাকে ত্রুটি মুক্ত করার জন্যে রাজ্যপাল এন এন ভোরা বিশেষজ্ঞদের সাথে পর্যায়ক্রমে বৈঠক শুরু করে দিয়েছেন। এমনকি  রাজ্যে মুখ্যসচিব পদেও তিনি পরিবর্তন করেছেন। কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গীদের বিরুদ্ধে অভিযানকে সফল করতে প্রাক্তন আইপিএস অফিসার বিজয় কুমারের অভিজ্ঞতাকে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!