এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে সমর্থন জানালেন প্রবল প্রতিপক্ষ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্তে সমর্থন জানালেন প্রবল প্রতিপক্ষ

গোটা দেশ মোদী বিরোধীতায় যখন উত্তাল,তখন সেই বিরোধী জোটের এক নেতাই প্রধানমন্ত্রীর কথাতে সমর্থন করে আদতে জল ঢেলে দিলেন এই বিরোধী জোটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরেই”এক জাতি এক নির্বাচন”এর পক্ষে মত দিয়েছেন।এবার সেই বক্তব্যে সমর্থন করে জল্পনা বাড়ালেন সমাজবাদী পার্টীর অখিলেশ যাদব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক মহলের জল্পনা,তাহলে কী বিরোধী জোট ছেড়ে 2019 এ বিজেপির সাথে জোট করবে সমাজবাদী পার্টী! অখিলেশ যাদব অবশ্য এই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন।তাঁর মতে,”বিজেপির এই “এক জাতি,এক নির্বাচন” নীতির প্রতি সমর্থন থাকলেও তাঁদের সাথে জোটে যাওয়ার যাওয়ার কোনো সম্পর্ক নেই।” সূত্রে খবর,উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সম্প্রতি এই “এক জাতি এক নির্বাচনে” সমর্থন করেছিলেন।এবার মুখ্যমন্ত্রী হিসাবে  তাঁরই পূর্বসূরী সমাজবাদী পার্টীর সুপ্রিমো অখালেশ সিং যাদবের এহেন মন্তব্যে বিজেপি বিরোধী জোট অক্ষুন্ন থাকে কী না সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!