এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘মিথ্যুক মোদীর’ পোস্টারে ছেয়ে গেল রাজধানী, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য

‘মিথ্যুক মোদীর’ পোস্টারে ছেয়ে গেল রাজধানী, রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য


করজোড়ে তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নীচেই লেখা ‘ দ্য লাই লামা’ অর্থাৎ মিথ্যুক লামা। শুনতে অবাক লাগলেও এমনই পোস্টার পাওয়া গেছে ভারতের প্রাণকেন্দ্র খোদ দিল্লীর বুকে। সোশ্যাল মিডিয়া তোলপাড় এই খবরে। তবে এ ঘটনা নতুন নয়। এর আগে ২০১৭ সালের অাগস্ট মাসে রাহুল গান্ধীর নিখোঁজ পোস্টার পড়েছিলো আমেথিতে। সপ্তাহখানেক বাদে কংগ্রেসের জনপ্রিয় মুখ সোনিয়া গান্ধী নিখোঁজ এমন পোস্টারও পড়েছিলো। পরে নাকি রায়বেরেলিতে তাঁর অনুসন্ধান পাওয়া গেছিলো। কিন্তু এবার খোদ প্রধানমন্ত্রীর ছবিসহ এমন পোস্টার! নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ বিভাগ। কারা এমন মানহানিকর কাজ করেছে তাঁর শিকড়ে পৌছাতে তদন্তে লেগে পড়েছেন তাঁরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুলিশ সূত্রের খবর থেকে জানা গেছে,পোস্টারগুলো পাওয়া গেছে মন্দির মার্গ, জে ব্লক এলাকা, এনডিএমসি এলাকা, সেন্ট্রাল দিল্লির প্যাটেল নগর এবং শঙ্কর রোড এলাকায়। ঘটনাস্থলের হদিশ পেয়ে পুলিশবাহিনী সঙ্গে সঙ্গেই পৌছে যায় এলাকায় এবং পোস্টারগুলো দেওয়াল থেকে সরিয়ে বাজেয়াপ্ত করে রাত ১০ টা ১৫ মিনিট নাগাদ। কোন ব্যক্তি বা সংগঠন এমন কাজ করেছে তা এখনো জানা যায় নি কারণ পোস্টারগুলোতে উল্লেখ ছিল না মুদ্রকের নাম বা ঠিকানা কিছুই। তবে রজু হয়েছে সৌন্দর্যহানি প্রতিরোধ আইনে মামলা। স্থানীয় বাসিন্দারা আবার দাবীতে জানিয়েছে যে এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তাহলে পুলিশ কেন সিসিটিভি ফুটেজ চেক্ করে অভিযুক্তদের ধরছে না? তাঁদের দাবী পুলিয় জলদি ঘটনার জট খুলুক এবং দোষীদের ধরার ব্যবস্থা করুক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!