এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদির চালে আটক বহু বেনামি সম্পত্তি, তবুও বিড়ম্বনা বাড়িয়ে আর এগোনো যাচ্ছে না!

মোদির চালে আটক বহু বেনামি সম্পত্তি, তবুও বিড়ম্বনা বাড়িয়ে আর এগোনো যাচ্ছে না!


প্রায় কয়েক কোটি টাকা মূল্যের ৭৮০টিরও বেশি সম্পত্তি বেনামি সম্পত্তি লেনদেন আইনের ফাঁসে আটক হয়েছে কেন্দ্রীয় সরকারের। ঐসব সম্পত্তির কোনো  নির্দিষ্ট কর্তৃপক্ষই না থাকায় সেগুলির বিলি ব্যবস্থা কী হবে সে বিষয়ে তৈরী হয়েছে একরাশ জটিলতা। উল্লেখ্য নোট বাতিলের আগে ২০১৬ সালের ১ লা নভেম্বর কেন্দ্র আরও কঠোর বেনামি সম্পত্তি লেনদেন আইন চালু করে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেই আইন অনুয়ারী কালো টাকা লেনদেন প্রতিরোধ আইনের (পিএমএলএ) ন্যায় এই আইনেও তিন সদস্যের কর্তৃপক্ষএর উপস্থিতি জরুরী।তাদের কাজ মূলতঃ আয়কর দফতর যে সম্পত্তি বাজেয়াপ্ত করবে সেটা আদৌ কতটা যুক্তিসঙ্গত সেটা বিশদে খতিয়ে দেখা।  কিন্তু প্রায় দেড় বছর সময় অতিক্রান্ত হলেও কর্তৃপক্ষ তৈরি করা যায়নি। পিএমএলএ কর্তৃপক্ষকে কাজ চালাতে আপাতত এই দায়িত্ব দেওয়া হয়েছে । কিন্তু বেনামি সম্পত্তি কর্তৃপক্ষ তৈরী না হওয়া পর্যন্ত রাজস্ব দফতর ও প্রত্যক্ষ কর পর্ষদকে তাঁরা নতুন করে মামলা না পাঠাতে আবেদন জানিয়েছেন। এদিকে পিএমএলএ কর্তৃপক্ষের দাবি, তাঁদের সদস্য সংখ্যা কমে ২ জনে ঠেকেছে। শূন্য পদে কর্মী নিয়োগ হয়নি। এইসব কারণেই নির্দিষ্ট সময়ে বেনামি সম্পত্তিগুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তাঁরা যত শীঘ্র সম্ভব তুন কর্তৃপক্ষ তৈরী এবং কর্মী সংখ্যা বৃদ্ধির দাবি করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!