এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদীর ‘ব্যান’ করলেও তাঁর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য এর রয়েছে টিকটক ভিডিও, সামনে আনলেন তৃণমূল সাংসদ

মোদীর ‘ব্যান’ করলেও তাঁর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য এর রয়েছে টিকটক ভিডিও, সামনে আনলেন তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভারতের সঙ্গে চীনের সংঘর্ষের পরেই চীনের প্রতি বদলা নেওয়ার আওয়াজ তোলে গোটা ভারতবাসী। চীনের পণ্য বয়কটের দাবি জানানোর পাশাপাশি চীনের বিভিন্ন অ্যাপ বাতিলের দাবিও জানানো হয়। আর এর পরেই সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে টিকটক সহ 59 টি জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়।

কিন্তু ভারত সরকারের এই উদ্যোগে যখন নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন সকলে, ঠিক তখনই টিকটকে ভিডিও করে রীতিমত বিতর্কের মুখে পড়লেন বিজেপির হেভিওয়েট নেত্রী স্মৃতি ইরানি। ‌সূত্রের খবর, সম্প্রতি টিকটক নিয়ে একটি ভিডিও পোস্ট করেন হেভিওয়েটের বিজেপি নেত্রী। যেখানে ভারতে চার লক্ষ পিপিই কিট দেওয়ার জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

আর ভারত সরকার যখন চীনের সমস্ত অ্যাপ বাতিল করে দিচ্ছে, ঠিক তখনই বিজেপি নেত্রীর এই ভিডিও প্রকাশ্যে আসায় রীতিমত বিতর্ক তৈরি হয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিরোধীরা। এদিন এই প্রসঙ্গে বিজেপি নেত্রী স্মৃতি ইরানিকে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “পিপিই কিট নিয়ে আমাদের কি এতটাই খিদে যে, একজন নেত্রী টিকটকের মাধ্যমে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছেন! যে বিজেপি সরকার ভারত থেকে টিকটক ব্যান করেছে, তাদেরই নেত্রী আবার টিকটক ভিডিওতে ধন্যবাদ জ্ঞাপন করছে।”

অনেকে বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের সরকার চীনের সঙ্গে ভারতের সংঘর্ষের পর সমস্ত জনপ্রিয় অ্যাপ বাতিল করার পর গোটা ভারতবাসী অত্যন্ত খুশি হয়েছিলেন। তারা সকলেই মোদি সরকারের প্রশংসা শুরু করেছিলেন। কিন্তু এবার যেভাবে বিজেপির হেভিওয়েট নেত্রী ভিডিও প্রকাশ করলেন, তাতে বিরোধীরা যেমন নতুন অস্ত্র পেল, ঠিক তেমনই কেন্দ্রের মোদি সরকারের শক্তি দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

তবে ভারত সরকারের পক্ষ থেকে এই টিকটক অ্যাপ নিষিদ্ধ করলেও বিজেপি নেত্রী যে ভিডিও প্রকাশ করেছেন, তাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কেন্দ্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!