এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার নতুন সমস্যায় মোদির বায়োপিক বানানো প্রযোজক! মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবিতে জল্পনা

এবার নতুন সমস্যায় মোদির বায়োপিক বানানো প্রযোজক! মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর দাবিতে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিশিষ্ট অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। তিনি আত্মহত্যা করেছেন, নাকি তাকে খুন করা হয়েছে! সেই জল্পনা ক্রমশ বাড়ছে। সম্প্রতি বিশিষ্ট অভিনেতার মৃত্যুর ঘটনায় বলিউডের মাদক যোগের একটি ছবি উঠে এসেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মুম্বই পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ খতিয়ে দেওখা হয়নি। কিন্তু এবার এই ব্যাপারে বিজেপিকে পাল্টা চাপে রাখতে ময়দানে নামতে চলেছে মহারাষ্ট্র সরকার। বিশেষ সূত্র মারফত খবর, গোটা ঘটনায় বলিউডের পরিচালক সন্দীপ সিংহের বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ উঠেছে।

জানা গেছে, এই সন্দীপ সিংহ 2019 সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বায়োপিক প্রযোজনা করেছিলেন। ফলে তার মত একজন ব্যক্তির বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে এখন মাদক যোগের অভিযোগ ওঠায় তীব্র চাঞ্চল্য তৈরি হল। গোটা ঘটনায় বিজেপি যে ব্যাপকভাবে চাপে পড়বে, সেই বিষয়ে নিশ্চিত বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই ব্যাপারে সন্দীপ সিংহকে অস্বস্তিতে ফেলে তদন্তের দাবি জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

এদিন তিনি বলেন, *সিবিআই সন্দীপ সিংকে নিয়ে তদন্ত করবে। তিনি প্রধানমন্ত্রীর বায়োপিক প্রযোজনা করেছিলেন। বিজেপির সঙ্গে তার কি সম্পর্ক আছে, সেটা খতিয়ে দেখা উচিত। সেরকমভাবেই বলিউড এবং মাদকের সঙ্গে তার কি যোগ আছে, তাও তদন্ত হবে। আমি এই বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। আমরা এই তদন্তের আবেদন জানাচ্ছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপিকে আরও চাপে ফেলে দিয়ে পাল্টা সরব হয়েছে কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ান্ত বলেন, “নিশ্চয়ই এর সঙ্গে বিজেপির যোগ আছে। সিবিআই তদন্ত করে দেখবে। প্রধানমন্ত্রীর বায়োপিকের প্রযোজকের সঙ্গে মাদকের কি যোগ, এটা খুবই সিরিয়াস। তাই জন্য কি এই তদন্তে সিবিআইকে তৈরি করে আনা হল! যখন বলিউডের এত বড় প্রযোজক, তখন কেন প্রধানমন্ত্রীর বায়োপিকের প্রযোজনা সন্দীপ সিং করলেন! বিজেপি, বলিউড এবং মাদকের মধ্যে কি যোগ রয়েছে, তা খতিয়ে দেখা উচিত মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি এবং বলিউডের যোগের কথা সবাই জানে। মহারাষ্ট্র সরকারের এই দিকটা তদন্ত করে দেখা উচিত।”

যদিও বা বিরোধীদের তোলা এই সমস্ত অভিযোগ অস্বীকার করে দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র কেশব উপাধ্যায়। এদিন তিনি বলেন, “আগে হোমওয়ার্ক করে আসুন। আপনারা কি এর মধ্যেও যোগ পাচ্ছেন?” সব মিলিয়ে নরেন্দ্র মোদির বায়োপিক বানানো প্রযোজকের সঙ্গে মাদক যোগের ঘটনা বিস্ফোরক অভিযোগ নিয়ে এখন টালমাটাল মহারাষ্ট্রের রাজনীতি। গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!