এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী বিরোধী সব দলকে এবার একজোট করে সামনে আনবেন মমতা ব্রিগেডে, আমন্ত্রণ পর্বের সূত্রপাত একুশের মঞ্চে

মোদী বিরোধী সব দলকে এবার একজোট করে সামনে আনবেন মমতা ব্রিগেডে, আমন্ত্রণ পর্বের সূত্রপাত একুশের মঞ্চে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগে থেকেই অনুমান করা হয়েছিল, এবারের একুশে জুলাই মঞ্চ ব্যবহার হবে কার্যত তৃণমূলের পক্ষ থেকে সর্বভারতীয় মঞ্চে মোদি বিরোধী লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে। অনুমান সত্যি করে বুধবার একুশে জুলাই উপলক্ষে কালীঘাটের বাসভবন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বক্তৃতা দেন। এবং তিনি জানিয়ে দেন করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটি বিশাল কর্মসূচী রাখা হবে এবং সেখানে মোদি বিরোধী প্রায় সমস্ত মুখকেই আমন্ত্রণ জানানো হবে। একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই পরিস্কার হয়ে গিয়েছিল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বর্তমানে পাখির চোখ 24 এর লোকসভা নির্বাচনে মোদী শাসনের অবসান।

আর সেই লক্ষ্যে এগিয়ে যেতে গতকাল একুশে জুলাই এর মঞ্চে মোদি বিরোধী সমস্ত দলের কাছে একজোট হওয়ার বার্তা রেখেছেন তৃণমূল সুপ্রিমো। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কৌশলকে সঙ্গী করে এই লড়াইয়ের নেতৃত্ব অন্যের হাতে তুলে দিতে চেয়েছেন। তিনি নিজেকে একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে তুলে ধরে এই লড়াইয়ে অংশগ্রহণ করতে চাইছেন। এক্ষেত্রে তিনি যে শুধু নির্দেশ মেনে কাজ করবেন, সে বার্তাই দিয়েছেন। এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূল নেত্রী রাজনৈতিক কৌশলের প্রয়োগ করেছেন। নেপথ্যে থেকেও তিনি যে বিজেপি বিরোধিতায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবেন তা নিয়ে কোন সন্দেহ নেই।

গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি বক্তব্য শোনার জন্য দিল্লির কনস্টিটিউশনাল ক্লাবে তৃণমূল সাংসদরা শহীদ দিবস পালন করেছেন। আর সেখানে উপস্থিত হয়েছিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংহ, সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব সহ শিরোমনি অকালি, ডিএমকে, টিআরএস এর মতন রাজনৈতিক দলের সদস্যরা। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে এনসিপির প্রধান তথা সাংসদ শরদ পাওয়ার তাঁর কন্যা সুপ্রিয়া সুলেকে নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁদের প্রত্যেককে ভার্চুয়াল বক্তৃতায় কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তৃণমূল নেত্রী আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলেন প্রত্যেককে ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার জন্য। কার্যত 2019 এর লোকসভা নির্বাচনের আগেও ব্রিগেডে বিশাল মঞ্চ তৈরি করেছিলেন তৃণমূল নেত্রী। সেখানেও মোদি বিরোধী একাধিক মুখ উপস্থিত হয়েছিলেন। কিন্তু তা সত্বেও 2019 এ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়া থেকে নরেন্দ্র মোদিকে আটকানো যায় নি। সে ক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এবারেও সফল হবেন? ইতিমধ্যেই এই প্রশ্ন নিয়ে শুরু হয়েছে ব্যাপক চাপানউতোর।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, জাতীয় রাজনীতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যথেষ্ট পরিণত ভাবভঙ্গীর পরিচয় দিচ্ছেন। এক্ষেত্রে মোদি বিরোধী অন্যান্য দলকে একজোট করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ক্রমাগত। এবং তাঁকে এবার যোগ্য সঙ্গত দিচ্ছেন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোর। সেক্ষেত্রে এবার মমতা-প্রশান্ত জুটি সর্বভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত দেখার, গতকালের ভার্চুয়াল বার্তার পর দেশের অন্যান্য বিরোধীরা কতটা এগিয়ে আসেন মোদি বিরোধিতার ক্ষেত্রে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!