এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী বিরোধীতার লক্ষ্যে মমতা ব্যানার্জ্জীর দিল্লী সফরে বাড়ছে কর্মসূচী, জল্পনা তুঙ্গে

মোদী বিরোধীতার লক্ষ্যে মমতা ব্যানার্জ্জীর দিল্লী সফরে বাড়ছে কর্মসূচী, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট24 এর লোকসভা নির্বাচন হতে এখনো তিন বছর বাকি। কিন্তু এখন থেকেই তার সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভার নির্বাচনে এ রাজ্যে গেরুয়া শিবিরকে বড়সড় ধাক্কা দেওয়ার পর এবার দিল্লির আসন থেকে মোদি সরকারকে ধাক্কা দেওয়ার লক্ষ্য তাঁর। আর সেই লক্ষ্যে তিনি যে ধীরে ধীরে এগিয়ে চলেছেন তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে। বর্তমানে মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছেন দিল্লিতে। গত দুদিন ধরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎসহ কংগ্রেসের বরিষ্ঠ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজকে তিনি কংগ্রেস হাইকম্যান্ড সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।

কিন্তু দিল্লিতে তাঁর সাক্ষাৎ প্রার্থীর তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে বলেই জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, তার দেখা করার কথা বলেছেন ইতিমধ্যেই দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি জাবেদ আখতার, শাবানা আজমিও মমতা ব্যানার্জ্জীর সঙ্গে দেখা করবেন বলে সময় চেয়েছেন বলে খবর। অন্যদিকে বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, দেশ নেতৃত্ব দেবে। কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিতর্ক তৈরি করতে চাইছেননা এখন বলেই মনে করা হচ্ছে। এর আগে অবশ্য মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি মোদি বিরোধী লড়াই লড়তে আগ্রহী। সেক্ষেত্রে নেতৃত্ব যে কারোর হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বিশেষজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়ে কিন্তু সর্বভারতীয় পটভূমিকায় নিজেকে তুলে ধরলেন উল্লেখযোগ্য ভূমিকায়। বিরোধীদের ব্যাপারে তিনি আশাবাদী। কার্যত করোনা মিটে গেলে বিজেপি বিরোধী জোট গঠনের কাজে আরও তৎপরতা বাড়বে বলে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেও এখনো পর্যন্ত শরদ পাওয়ার এর সঙ্গে তাঁর বৈঠক নিয়ে কোনো কথা শোনা যায়নি।

অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে এই মুহূর্তে তৃণমূলের লক্ষ্য বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রীমো। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন অন্যান্য রাজ্যে তৃণমূল সংগঠন বিস্তার করে সরকার তৈরি করার লক্ষ্যে ঝাঁপাবে। এই পরিস্থিতিতে মোদি বিরোধী প্রধান মুখ যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠছেন নিজের কর্ম পদ্ধতি অনুযায়ী, তা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। আপাতত দেখার সর্ব ভারতীয় রাজনীতিতে তৃণমূল নেত্রী’ কতটা প্রভাব বিস্তার করতে পারেন মোদি বিরোধীতার লক্ষ্যে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!