এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মোদী বিরোধীতার সুত্রে তৃণমূল নেত্রীর বিরোধী শক্তিকে একজোটের বার্তা, জোটে কি থাকছে বাম-কংগ্রেস?

মোদী বিরোধীতার সুত্রে তৃণমূল নেত্রীর বিরোধী শক্তিকে একজোটের বার্তা, জোটে কি থাকছে বাম-কংগ্রেস?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচনে মোদি সরকারের অপসারণ। তৃণমূল নেত্রী যে একা কিছুই করে উঠতে পারবেন না, সে কথা তিনি নিজেও খুব ভালো মতন জানেন। তাই দেশের মোদি বিরোধী সমস্ত শক্তিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। কার্যত একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি বলতে শুরু করেছেন সমস্ত দলকে একজোট হয়ে মোদির বিরুদ্ধে লড়াই করার কথা। পাশাপাশি তিনি নিজেও এই লড়াইয়ের অন্যতম সৈনিক হিসেবে থাকবেন বলে জানিয়েছেন। গতকালও সর্বভারতীয় স্তরে ফ্রন্ট তৈরি করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী কয়েক দিনের মধ্যে দিল্লি যেতে চলেছেন বলে তিনি নিজেই জানান। সূত্রের খবর, দিল্লী গিয়ে মমতা ব্যানার্জ্জী রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন। একইভাবে অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছে। অন্যদিকে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি যেতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। কার্যত তৃণমূল দলনেত্রীর এবারের দিল্লি যাত্রা সার্বিকভাবে যথেষ্ট উল্লেখযোগ্য। কার্যত সর্বভারতীয় স্তরে মোদি বিরোধী অন্যতম মুখ হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে ক্ষেত্রে এবার থেকে হয়তো দিল্লি যাত্রা নেত্রীর কর্মসূচির অন্যতম অঙ্গ হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূল নেত্রী মোদি সরকারের বিরুদ্ধে জোট বাঁধতে কোন ছুৎমার্গ রাখছেন না। কার্যত তৃণমূল নেত্রী হিসেবে এতদিন ধরে তিনি বাম-কংগ্রেসকে নিশানায় রেখেছেন। কিন্তু বর্তমানে তৃণমূল নেত্রীর মুখে বাম কংগ্রেসকে নিয়ে বিশেষ কিছু শোনা যায়না। বরং তিনি আক্ষেপ করেছেন বহু জায়গায় বামেরা শূন্য হয়ে যাওয়ায়। অন্যদিকে একুশে জুলাই এর দিল্লীর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার জন্য উপস্থিত থাকতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবং দ্বিগবিজয় সিংকে। স্বাভাবিকভাবেই কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে যে ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিচ্ছে তা নিয়ে কোন সন্দেহ নেই।

পাশাপাশি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের জন্য এক হাত বাড়িয়ে দিলেন। তিনি জানিয়েছেন, আগামী শীতকালে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে ব্রিগেড সমাবেশ হবে এবং সেখানে তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আমন্ত্রণ জানাবেন। কেন্দ্রীয় স্তরে কংগ্রেস-বাম তৃণমূলে সঙ্গে যদিও বা হাত মেলায়, রাজ্যে সেই পরিস্থিতি আছে কিনা তা নিয়ে কিন্তু এখনো বিতর্ক বিদ্যমান। আপাতত তৃণমূল নেত্রীর মোদি বিরোধিতার সূত্র ধরে ফ্রন্ট তৈরীর যে লক্ষ্যে এগিয়ে চলেছেন, তা কতদূর সফল হয় সে দিকেই নজর বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!