এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রধানমন্ত্রীর পাশে আছে – মোদিকে বার্তা দিতে নয়া উদ্যোগ বঙ্গ বিজেপির

প্রধানমন্ত্রীর পাশে আছে – মোদিকে বার্তা দিতে নয়া উদ্যোগ বঙ্গ বিজেপির

দ্বিতীয় ধাপে ক্ষমতায় আসার পরই বেশ কিছুদিন আগে কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার। যে ঘটনাকে অনেকে গ্রহণযোগ্য মনে করলেও বিরোধীরা তার প্রতিবাদ করেছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এই 370 ধারা বিলোপ নিয়ে পদ্ধতিগত ভুল ছিল বলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন।

কিন্তু যাই বলুন না কেন, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে থাকার বার্তা দিতে অভিনব সিদ্ধান্ত নিতে দেখা গেল রাজ্য বিজেপিকে।

সূত্রের খবর, কলকাতা পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিজয় ওঁঝার উদ্যোগে কাশ্মীরে 370 ধারা বিলোপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে প্রায় 50,000 চিঠি পাঠানো হচ্ছে বঙ্গ বিজেপির তরফে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, উত্তর কলকাতার কালাকার স্ট্রিটে একটি ক্যাম্প তৈরি করে সেখানে একটি প্রতীকী ডাকঘর বসানো হয়েছে। আর সেখানেই ওয়ার্ডের বাসিন্দাদের সই করা চিঠি ফেলতে বলা হচ্ছে। সোমবার থেকে এই কর্মসূচি শুরু হলে পরবর্তীতে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর চিঠি বিজেপির তরফে সংগ্রহ করা হবে বলে খবর।

কিন্তু হঠাৎ বিজেপির এই ধরনের উদ্যোগ কেন! রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিজেপি বরাবরই দেশপ্রেমের জিগির ভোটব্যাঙ্কের রাজনীতি করতে ভালোবাসে। সেক্ষেত্রে তারা যখন বাংলাকে টার্গেট করে এগোচ্ছে, ঠিক তখনই বাংলার বিধানসভা নির্বাচনের আগে আগামী বছর অনুষ্ঠিত হওয়া কলকাতা পৌরসভার নির্বাচনে ভালো ফল করতে প্রধানমন্ত্রীর 370 ধারা বিলোপের সিদ্ধান্তকে স্বাগত জানানোর জন্য বাড়ি বাড়ি গিয়ে চিঠি সংগ্রহ করে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বার্তা দেওয়া, অন্যদিকে নিজেদের রাজনৈতিক অস্তিত্বকে আরও কিছুটা জাগিয়ে তোলার চেষ্টা করছে গেরুয়া শিবির বলে মত বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!