এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধীদের কটাক্ষ করে আগামী দিনে দেশে আরও অনেকগুলি ভোট রয়েছে বলে দাবি করলেন মোদী

বিরোধীদের কটাক্ষ করে আগামী দিনে দেশে আরও অনেকগুলি ভোট রয়েছে বলে দাবি করলেন মোদী

প্রথম ইনিংসে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর মোদি সরকারের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালিয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। বিরোধীদের প্রায় প্রত্যেকেরই টার্গেট ছিল, এবারে বিজেপিকে সরানো। কিন্তু তাদের সেই আশায় কার্যত ছাই পড়েছে। দ্বিতীয় ইনিংসেও কার্যত বিরোধীদেরকে হারিয়ে দিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি।

কিন্তু বিজেপি এত আসন নিয়ে ভোটে জেতার পর থেকেই বিরোধীদের তরফে ইভিএমের ব্যাপারে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তৃনমূলের মত রাজনৈতিক দলগুলো তো দাবি তুলতে শুরু করেছে, ইভিএম নয় এবার ব্যালটে ভোট করতে হবে। আর এই পরিস্থিতিতে এবার বিরোধীদেরকে কার্যত সান্ত্বনা দিয়ে সংসদে মুখ খুলে এই ব্যাপারে কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন বিরোধীদের ইভিএম প্রসঙ্গে সন্দেহ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জনতার ভোটে জিতে বিজেপি সরকার এসেছে। ওনারা বলেন গণতন্ত্র হারিয়ে গিয়েছে। তাহলে কি ওয়ানড আর রায়বেরেলিতে সেটাই হয়েছে। কংগ্রেস কি মনে করে, কংগ্রেস জিতলে সম্মান রয়েছে! আর অন্যরা জিতলে গণতন্ত্র বিপন্ন! আসলে এসব করে দেশের ভোটারদেরকেই অপমান করা হচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এই ওয়ানড এবং রায়বরেলি দুটি আসনেই জয়লাভ করেছেন কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। ফলে বিরোধীদের তরফ থেকে যখন বিজেপির জয় নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে, ঠিক তখনই পাল্টা এই ব্যাপারে এই দুই আসনের কথা তুলে ধরে কংগ্রেসের দিকেই প্রশ্ন ছুড়ে দিয়ে কার্যত বাজিমাত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে মত বিশেষজ্ঞদের।

এদিকে গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস আর কিছু দেখতে পায় না। এরা দেশের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলেও এদিন হাত শিবিরের বিরুদ্ধে সোচ্চার হন প্রধানমন্ত্রী। আর এরপরই বিরোধীদের উদ্দেশ্যে সান্তনা দিয়ে তিনি বলেন, “বিরোধীদের মনোবল ক্ষুণ্ণ হওয়া উচিত নয়। কারণ আগামী দিনে দেশে আরও অনেকগুলি ভোট রয়েছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারে নরেন্দ্র মোদী যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তা ভাবতে পারেনি বিরোধী কোনো রাজনৈতিক দলই। আর তাই তো বিজেপির এই জয় নিয়ে সন্দেহ প্রকাশ করে ইভিএমের ব্যাপারে প্রশ্ন তুলতে দেখা গেছে তাদের। আর এদিন সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে “ভবিষ্যতে অনেক ভোট রয়েছে” এই কথা বলে বিরোধীদেরকে সান্তনা দিলেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!