মোদী – গব্বর সিং, কৈলাশ – চম্বলের ডাকাত, দিলীপ- পাগল – কু-কথার বান ছোটালেন ফিরহাদ হাকিম কলকাতা রাজ্য April 10, 2019 যে কোনো নির্বাচনের দামামা বাজলেই প্রায় প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মাঝেই কুকথার হিড়িক পড়ে যাওয়ায় শোরগোল হয়ে ওঠে গোটা রাজনৈতিক মহল। সেইমতো আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এবং কৈলাশ বিজয়বর্গীর বিরুদ্ধে এবার বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে ভাঙ্গড়ের কলেজ ময়দানে যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর হয়ে প্রচারে এসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে সোলে সিনেমার খলনায়ক গব্বর সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে সুমো রেসলার, কৈলাস বিজয়বর্গীয়কে চম্বলের ডাকাত ও দিলীপ ঘোষকে পাগল বলে অভিহিত করেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিনের এই সভায় ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রেজ্জাক মোল্লা, জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী, আরাবুল ইসলাম, কাইজার আহমেদ সহ অন্যান্যরা। আর এখানেই বক্তব্য রাখতে উঠে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “নরেন্দ্র মোদির শাসনে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও ধর্মনিরপেক্ষতা বিপন্ন। একই দেশের মানুষ হওয়া সত্ত্বেও এরআরসির নাম করে 40 লক্ষ মানুষকে তাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এটা পুরো সংবিধানবিরোধী। আর এই পরিস্থিতিতে মোদিকে ঠেকাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে।” সব মিলিয়ে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর প্রচারে গিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বাংলায় নিযুক্ত বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে কড়া ভাষায় বিঁধে রাজ্য রাজনীতিতে শোরগোল তুলে দিলেন তৃণমূলের ফিরহাদ হাকিম। আপনার মতামত জানান -