এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী সরকারের ঘুম ওড়াতে সুপ্রিম কোর্টই এখন বড় ভরসা কংগ্রেস শিবিরের

মোদী সরকারের ঘুম ওড়াতে সুপ্রিম কোর্টই এখন বড় ভরসা কংগ্রেস শিবিরের

দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এক কথায় তাকে ন্যায় আদালতও বলেন অনেকে। এবার সেই ন্যায় আদালতকেই হাতিয়ার করে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে ময়দানে নামতে চলেছে কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ্য, সিবিআইয়ের দুই শীর্ষকর্তার অন্তর্দ্বন্দ্বে বিরোধীদের হইহট্টগোলে কার্যত কোণঠাসা কেন্দ্রের মোদি সরকার। অলক ভার্মা এবং রাকেশ আস্থানা এই দুইজনকে সরিয়ে দিলেও তৃতীয় ব্যক্তি হিসেবে একজন নতুন অস্থায়ী ডিরেক্টরকে সেই সিবিআইয়ের শীর্ষ পদে বসায় নরেন্দ্র মোদি সরকার। কিন্তু শীর্ষ পদে বসলেও এখন সেই সিবিআইয়ের অন্তর্নিহিত দিকগুলো দেখাশোনা করছে সুপ্রিম কোর্টই।

জানা গেছে, শীর্ষ আদালতের নির্দেশ ছাড়া এই অস্থায়ী ডিরেক্টর নীতিনির্ধারকের কোনো বিষয়ে কোনোরূপ সিদ্ধান্ত নিতে পারবেন না। অন্যদিকে সম্প্রতি সিবিআই কর্তাদের বিরুদ্ধে ঘুষ কান্ডের অভিযোগ নিয়েও তদন্ত শুরু করেছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। আর এহেন একটা অবস্থায় যখন লোকসভা ভোটের আগে কার্যত সিবিআই নিয়ে প্রবল বিরম্বনায় কেন্দ্র, ঠিক তখনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সেই সিবিআই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে পিটিশন দাখিল করছে কংগ্রেস।

কিন্তু সিবিআইয়ের ঠিক কোন বিষয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাহুল গান্ধীর দল? প্রসঙ্গত উল্লেখ্য, সিবিআই ডিরেক্টর অলক ভার্মার থেকে সমস্ত দায়িত্ব কেড়ে নিয়ে গত 24 শে অক্টোবর নতুন ডিরেক্টর হিসেবে এক ব্যক্তিকে সিবিআইয়ের শীর্ষ পদে বসিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এখানেই তীব্র আপত্তি তুলে শীর্ষ আদালতে একটি পিটিশন দাখিল করেছেন লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

জানা গেছে, সিবিআই ডিরেক্টর পদে নিয়োগের জন্য একটি নির্দিষ্ট কমিটি রয়েছে। যে কমিটির সদস্য, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং লোকসভার বিরোধী দলনেতা। কিন্তু সম্প্রতি অলক ভার্মাকে ছুটিতে পাঠিয়ে নতুন দিরেক্টর নিয়োগ করলেও তাকে কিছুই জানানো হয়নি বলে এদিন অভিযোগ করেছেন লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি পিটিশনের সুপ্রিম কোর্টের কাছে তিনি আবেদন করেছেন যে, মেয়াদ শেষের আগে এইভাবে অলক ভার্মাকে ছুটিতে পাঠানো কার্যত বেআইনি। তাই তাকে ফের তার পদে ফিরিয়ে আনা হোক। ওয়াকিবহাল মহলের মতে সিবিআই ইস্যুতে সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে পিটিশন দাখিল করে ফের লোকসভা ভোটের আগে পদ্ম শিবিরকে বিড়ম্বনায় ফেলতে সচেষ্ট হাত শিবির। তবে এই লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে এখন সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!