এখন পড়ছেন
হোম > জাতীয় > সংখ্যালঘু মহিলাদের মুখে হাসি ফুটিয়ে পাস্ হলো তিন তালাক বিল-বড় জয় মোদী সরকারের

সংখ্যালঘু মহিলাদের মুখে হাসি ফুটিয়ে পাস্ হলো তিন তালাক বিল-বড় জয় মোদী সরকারের


অবশেষে তিন তালাক বিল পাস হল লোকসভায়। দীর্ঘ প্রতীক্ষিত এই বিল মুসলিম মহিলাদের মুখে হাসি ফুটাতে সক্ষম হল। বস্তুত, পরপর তিনবার তালাক বলে মুসলিম ধর্মের ডিভোর্স দেওয়ার রীতি রয়েছে। এদিন লোকসভায় বিল পাসে এই বিষয়টিকেই শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়েছে।

জানা যায়, এদিন বিলের পক্ষে ভোট পড়ে 303 টি এবং অন্যদিকে বিলের বিরুদ্ধে ভোট দেন 82 জন সাংসদ। এদিকে বিল পাসের সময় সংসদে তুমুল হৈ হট্টগোল হতেও দেখা যায়। যেখানে এই বিল পাসের প্রতিবাদে লোকসভা থেকে ওয়াক আউট করে কংগ্রেস এবং নীতীশ কুমারের জনতা দল। অন্যদিকে বিলের প্রবল বিরোধিতা করে সরব হন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই বিল আনার পর কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেন, “এই বিলের মাধ্যমে নারী পুরুষের সমান অধিকার প্রাধান্য হবে। পাকিস্তান, মালয়েশিয়া সহ বিশ্বের 20 টি দেশ যদি তিন তালাক নিষিদ্ধ করতে পারে, তাহলে আমরা কেন পারব না!” তবে কেন্দ্রীয় মন্ত্রী বিলের স্বপক্ষে সওয়াল করলেও পাল্টা এই ব্যাপারে নিজেদের যুক্তি খাড়া করে বিরোধীরা।

তাদের দাবি, এই বিল পাস করানোর আগে একটি পার্লামেন্টারি কমিটি তৈরি করে বিরোধীদের মতামত নেওয়া উচিত ছিল। কিন্তু তা করা হয়নি। তবে বিরোধীরা এই বিল পাস হলেও তাকে নিয়ে যতই আপত্তি তুলুক না কেন, সংখ্যালঘু মহিলারা যে তিন তালাক থেকে হাফ ছেড়ে বাঁচলেন, তা তাদের চোখে মুখে আত্মপ্রত্যয়ের ছাপ থেকেই স্পষ্ট হয়ে যেতে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!