এখন পড়ছেন
হোম > জাতীয় > নারী দিবসের মিছিলের আড়ালে “মোদী হটাও, দেশ বাঁচাও” – এর জিগির তুলে লোকসভার দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী

নারী দিবসের মিছিলের আড়ালে “মোদী হটাও, দেশ বাঁচাও” – এর জিগির তুলে লোকসভার দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী


উপলক্ষ নারী দিবস হলেও এ যেন লোকসভা ভোটেরই প্রচার শুরু করে দিলেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবসে উত্তর কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলে হাঁটেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সেই মিছিলে হাটতে দেখা যায় রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, রত্না ঘোষ, সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, রহিমা বিবি সহ অন্যান্যদের। তবে শুধু মহিলারাই নয়, এদিনের মিছিলে তৃণমূলের শীর্ষস্তরের নেতাদের মধ্যেও অনেকেই উপস্থিত ছিলেন।

তবে নারী দিবসের মিছিল হলেও এদিন তৃণমূলের এই মিছিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে স্লোগানই উচ্চস্বরে শোনা যাচ্ছিল। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তবে আর কিছুদিনের মধ্যেই তা ঘোষণা হয়ে যাওয়ার কথা।

আর তাই লোকসভা নির্বাচনের প্রচারের জন্য বিন্দুমাত্র দেরি না করে এদিন আন্তর্জাতিক নারী দিবসের মিছিলের হেঁটে কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রচার পর্ব শুরু করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, এদিনের এই মিছিল শেষে ডেরিনা ক্রসিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন। আর সেখানেই তিনি স্লোগান তোলেন “মোদি হটাও, দেশ বাঁচাও।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাংলায় মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষণ করেছে এই কথা বলে এদিনের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রে নতুন সরকার ক্ষমতায় এলে সংসদে মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করা হবে।” আর এরপরই রাফায়েল থেকে নোটবন্দি, জম্মু-কাশ্মীরের পূর্ণ আমায় বীর জওয়ানদের শহীদ হওয়ার প্রসঙ্গ টেনে এনে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রবল ভাষায় তোপ দাগেন বাংলার প্রশাসনিক প্রধান।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নোটবন্দি করে সন্ত্রাস দমন করা হবে বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত চার বছরে জঙ্গি কার্যকলাপ দেশে অনেক বেড়ে গিয়েছে। পুলওয়ামায় আগাম গোয়েন্দা খবর থাকা সত্ত্বেও সেখানে কেন হামলা রোখা গেল না? আসলে ভোটের মুখে কেন্দ্রের বিজেপি সরকার যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করেছে। মোদি-শাহ প্রাইভেট কোম্পানির মত দেশটাকে চালাচ্ছেন। এখন আবার বলছে রাফায়েলের ফাইল উধাও হয়ে গেছে। যাদের হাতে ফাইল সুরক্ষিত নেই তাদের হাতে দেশটা কিভাবে সুরক্ষিত থাকবে! দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য ভোটের আগে কোথাও কোথাও টাকা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এত টাকা ওদের কাছে আসে কোথা থেকে?”

এদিকে আগামী দিনে দেশে ইউনাইটেড ইন্ডিয়ার সরকার গড়লে সেই সরকার জম্মু-কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী দিবসের মিছিলে হাঁটা এবং তারপরে বক্তব্য দেওয়ার প্রায় বেশিরভাগটাই ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। আর তাই লোকসভা নির্বাচনের দামামা বাজার আগে বাংলায় সেই বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে দলীয় নেতাকর্মীদেরও লোকসভা নির্বাচনের প্রচারের জন্য নেমে পড়ার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!