এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মোদীর দেখানো পথেই আবারো চীনকে বিশাল ধাক্কা ভারতের! এবার একেবারে ৯০০ কোটির বিশাল ‘থাপ্পড়’!

মোদীর দেখানো পথেই আবারো চীনকে বিশাল ধাক্কা ভারতের! এবার একেবারে ৯০০ কোটির বিশাল ‘থাপ্পড়’!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –ভারত-চীন সংঘর্ষের পরে কোনমতেই যে চীনকে ছেড়ে দেওয়া হবে না, তা বুঝিয়ে দিয়েছে ভারত। লাদাখে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে ভারতীয় কুড়ি জন জওয়ানের প্রাণ চলে যায়। যার পরবর্তীকালে গোটা ভারতবাসীর পক্ষ থেকে আওয়াজ তোলা হয় এবার চীনকে জবাব দেওয়া প্রয়োজন কোনমতেই যেন ছাড়না পায় আর দেশবাসীর এই আরতি কাজে লাগিয়ে ভারত সরকারের পক্ষ থেকে চীনকে মোক্ষম জবাব দেওয়া হয় সম্প্রতি টিকটক 59 টি জনপ্রিয় চিনা অ্যাপ নিষিদ্ধকরণের ঘোষণা করেছে ভারত সরকার। যার ফলে ব্যাপক চাপে পড়েছে চীন। আর এবার বিদ্যুতের ক্ষেত্রেও চীনকে কোণঠাসা করতে উদ্যত হল ভারত।

সূত্রের খবর, এবার থেকে চীনে বিদ্যুৎ সরঞ্জাম আর কোনো মতেই আমদানি করা হবে না বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিং। জানা গেছে, ইতিমধ্যেই 900 কোটি বাণিজ্যিক চুক্তি চীনের সঙ্গে বাতিল করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে হিরো সাইকেল সংস্থার চেয়ারম্যান বলেন, “আগামী তিন মাসে আমাদের চীনের সঙ্গে 900 কোটি টাকার ব্যবসা করার কথা ছিল। কিন্তু সব পরিকল্পনা বাতিল করা হয়েছে। চীনাপণ্য বয়কট করতে আমরা অঙ্গীকার বদ্ধ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, বিভিন্ন রকম চুক্তিকে ভেস্তে দিয়ে যত দিন যাচ্ছে, ততই চিনকে চাপে রাখতে শুরু করেছে ভারত। অর্থাৎ ভারতের পক্ষ থেকে এক অ্যাপ নিষিদ্ধের পর বিদ্যুৎ আমদানি বন্ধ এবং অন্যান্য চুক্তি বাতিল করে কার্যত চীনকে বার্তা দেওয়া হচ্ছে যে, চীন একটা ভুল করে কত বড় ভুল করেছে। আর তাই ভবিষ্যতে চীন যাতে ভারতের দিকে আর চোখ তুলে তাকাতে না পারে, তার জন্যই ভারতের পক্ষ থেকে এই রকম উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মনে করছেন সকলে।

অর্থাৎ এই ভারত যে আত্মনির্ভর, তা একদিকে যেমন প্রমাণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার, ঠিক তেমনই দেশের মানুষের কাছে ভারত সরকারের পক্ষ থেকে এটাই তুলে ধরা হচ্ছে যে, কোনো দেশ যদি ভারতের প্রতি আক্রমণ চালায়, তাহলে বর্তমান ভারত কোনভাবেই ছেড়ে কথা বলবে না। যা গোটা ভারতবাসীর কাছে অত্যন্ত আশার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন ভারতের নানা পদক্ষেপ চীন কতটা চাপে পড়ে এবং তার ফলে চীনের পক্ষ থেকে ভারতকে আবার সমঝোতার কোনো বার্তা দেয়া হয় কিনা, এখন তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!